অগ্নি-২
শুটিংয়ে প্রতিদিনই ব্যথা পেয়েছি : মাহী

বাংলাদেশের চলচ্চিত্রে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে মাহিয়া মাহী অন্যতম। তিনি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। এরপর একর পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। গত শনিবার ২৫ এপ্রিল মধ্যরাতে ‘অগ্নি-২’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। আগামী ১ মে শুক্রবার আবার ভারতে যাবেন একই ছবির শুটিং করতে। শুটিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এনটিভি অনলাইনের সঙ্গে।
মাহী বলেন, “এর আগে আমি যত ছবিতে কাজ করেছি এর মধ্যে আমি সবচেয়ে তৃপ্ত ‘অগ্নি-২’ নিয়ে। আমি এ পর্যন্ত অনেক ছবিতে অভিনয় করেছি। শুটিং শেষে যখন ফুটেজগুলো দেখতাম, তখন মনে হতো সবকিছু আমার মনমতো হয়নি। আমি আরো ভালো করতে পারতাম। তবে এই ছবিতে কাজ করার সময় আমার মনে হয়েছে, আমি সব জায়গাতে অনেক ভালো করেছি। প্রত্যেক সিক্যুয়েন্সের সময় আমার প্রিপারেশন ছিল। আমার সব সময় মনে হয়েছে এখন কোনো ভুল করলে দর্শক এটা ভালোভাবে গ্রহণ করবে না। কারণ এরই মধ্যে দর্শকদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আমি প্রতিটি ছবিতে নিখুঁতভাবে অভিনয় করার চেষ্টা করি। হয়তো ভালো করেছি বলেই দর্শক আমাকে ভালোবাসে। যেহেতু অনেক ছবি করেছি, অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। এ কারণে ‘অগ্নি-২’ আরো ভালো হয়েছে। ‘অগ্নি-২’ নিয়েই বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছি। এরপর আরেকটি ছবি ‘পুলিশগিরি’রও কাজ শুরু হয়ে যাবে খুব শিগগির। নতুন ছবির বিষয়ে কথাবার্তা চলছে অনেকের সাথে। তবে এই মুহূর্তে নতুন কোনো ছবির কাজ নিয়ে ভাবছি না। আগে ‘অগ্নি-২’ শেষ করতে চাই।”
অ্যাকশননির্ভর ছবি ‘অগ্নি-২’-এর ফাইট নিয়ে মাহী বলেন, ‘অন্যান্য দেশে দেখেছি তারা ফাইটের শুটিং করার আগে কয়েকটা সিক্যুয়েন্স বা একটা গানের অংশ শুটিং করে আগে সবাইকে ইজি করে নেয়। কিন্তু আমাদের শুটিং শুরু হতো সরাসরি ফাইট দিয়ে। আর এই শুটিং করতে গিয়ে আমরা প্রতিদিন কেউ না কেউ আহত হয়েছি। আমার শরীরে প্রচুর কাটা দাগ আছে, কারণ প্রতিদিনই ব্যথা পেয়েছি। তারপরও অনেক ভালো করেছি, শুটিংয়ের সময় কোনো ব্যথার কথা মাথায় থাকত না। আর এই ফাইটের জন্য অনেক প্র্যাকটিস করেছি। আমার মনে হয়, আমি আমার সেরাটা দর্শকদের উপহার দিতে পারব।’
জাজের দুই নতুন নায়িকাদের প্রতি শুভ কামনা জানিয়ে মাহী বলেন, ‘আমি অনেকদিন জাজের ছবিতে অভিনয় করেছি। এখন যারা নতুন আসছে, তারাও একটা সময় নিজের অভিনয়ের জায়গায় অভিজ্ঞতা অর্জন করবে। কাউকে আমার প্রতিযোগী মনে হয় না। কারণ আমি কয়েক বছর ধরে কাজ করছি, আমি জানি, কীভাবে আজকের মাহী হয়েছি। দর্শকদের মন জয় করতে লাগে ভালো অভিনয়। যেটা আমি ধীরে ধীরে শিখেছি। আমার আশা থাকবে, নতুনরাও ভালো অভিনয় করে দর্শকদের কাছে নিজের জায়গা করে নেবে। বাংলাদেশে এমনিতেই শিল্পী সংকট চলছে। আরো নতুন নায়ক-নায়িকা দরকার।’