ভূমিকম্পে তারকাদের স্ট্যাটাস

ইরেশ যাকের, মৌসুমী নাগ, বিদ্যা সিনহা মিম ও মৌসুমি হামিদ। ছবি : সংগৃহীত
আজ দুপুর ১২টার পর কয়েক দফা ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এ সময় কেঁপে ওঠে পুরো দেশ। এ ঘটনার পর সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করেন। তাঁদের কেউ তখন ছিলেন বাসায়, কেউ বা ছিলেন শুটিং স্পটে। এনটিভি অনলাইনের পাঠকের জন্য তারকাদের নির্বাচিত কয়েকটি ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো এখানে।
ইরেশ যাকের
অভিনেতা
সাকিবরা, সাব্বির কালকে এমন মারা মেরেছে যে আজকেও ভূমিকম্প হচ্ছে
মৌসুমী নাগ
অভিনেত্রী
ভূমিকম্প...
বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী
এইমাত্র ভূমিকম্প অনুভব করছি। আমাদের বাসার সবকিছু কেঁপে উঠছে।
মৌসুমি হামিদ
অভিনেত্রী
মেকআপ নিচ্ছি। হঠাৎ করে মাথাটা ঘুরছে মনে হচ্ছে। এরপর অনুভব করলাম পুরো ঘরটা নড়ছে। সামনে পুকুর ছিল। পানি যেভাবে উথাল-পাতাল শুরু করল তা দেখে আসলেই ভয় পেয়েছি।