ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে হৃতিক?

চলনে-বলনে-গঠনে, সবকিছুতেই হলিউডের জন্য একদম যুতসই বলিউড হাঙ্ক হৃতিক রোশন। কেন তিনি হলিউডে কাজ করেননি এত দিন, সেটাই ছিল বিস্ময়। হয়তো সেরা কাজের জন্যই অপেক্ষা ছিল এত দিন! এমটিভির খবরে জানা গেল জোরদার গুজব, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পরের কিস্তিতে দেখা যাবে হৃতিককে।
হৃতিক ঘোষণা দিয়েছেন, এ বছর একটি হলিউডের ছবিতে দেখা যাবে তাঁকে। নানান প্রশ্নে একই জবাব রাকেশ রোশনের পুত্রের, ‘হ্যাঁ, এ বছর আমার হাতে একটি হলিউডি ছবির প্রোজেক্ট রয়েছে।’ তবে তার নাম জানাতে একেবারেই নারাজ তিনি। তাতে বোঝাই যায়, সেরা কোনো ছবি দিয়েই হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর। দুয়ে দুয়ে চার মেলালে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ হিসেবে এসে পড়বে আপনারও!
হলিউডের ড্যাশিং হিরো টম ক্রুজের ‘নাইট অ্যান্ড ডে’র বলিউডি রিমেকে অভিনয় করেছেন হৃতিক। ক্যামেরন ডায়াজের জায়গায় হৃতিকের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। ছবি ব্যবসাসফল, সাথে হৃতিকের পারফর্ম্যান্স আর উপস্থিতি বরাবরের মতোই হাততালি পেয়েছে দর্শকের। সুতরাং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের হার্ডকোর অ্যাকশন আর গাড়ির স্টান্টবাজির জন্য হৃতিক যে পুরোপুরি প্রস্তুত, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না! ‘ধুম ২’-এর কথাও তো মাথায় রাখতে হবে!
৪১ বছর বয়স্ক বলিউডের এই হার্টথ্রব নায়কের বলিউডে অভিষেক ঘটেছিল ২০০০ সালে রাকেশ রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে। নাচ আর অ্যাকশনে অসামান্য পারদর্শিতায় তাকে বলিউডের সবচেয়ে সফল তারকাদের একজন হিসেবে গণ্য করা হয়।