আরাধ্য সারা দিন বকবক করে : অমিতাভ

বয়স মোটে তিন হলে হবে কি, এখনই নাকি দাদার মতোই চিন্তাশীল আর পরিপক্ব অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উচ্ছ্বাসের অন্ত নেই দাদা অমিতাভ বচ্চনের। আরাধ্য নাকি সারা দিন একনাগাড়ে কথা বলে যায়, এমনই জানা গেল এনডিটিভির খবরে।
তিন বছরের শিশু হলেও কথাবার্তা আর চিন্তায় খুবই বুদ্ধিদীপ্ত আরাধ্য, এমনটাই বলেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ। সকাল থেকে রাত অবধি একটানা চলে আরাধ্যর গল্পবাজি, যার বিষয় আশয় পরিবারকেন্দ্রিক! বলাই বাহুল্য, নাতনির গল্পের মুগ্ধ শ্রোতা অমিতাভ স্বয়ং। আরাধ্যর গল্পগুজব পারতপক্ষে মিস করেন না তিনি।
‘এই ছোট্ট মেয়েটা সারা দিন বকবক করে..আর যা ওর কল্পনায় আসে তার সবই প্রশ্ন করে...ওর সাথে সময় কাটাবার এখনই সেরা সময়,’-নাতনিকে নিয়ে এভাবেই বলেন অমিতাভ।
‘ওর গল্পগুলোর মধ্যে সারা দিনের পরিস্থিতি, ওর বন্ধুবান্ধব, পরিবার, ওর খেলনা আর বাড়ি-সবকিছুই থাকে। আসলে, এটাই তো ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়...বাইরের বিশাল আর কুটিল চেহারার দুনিয়ায় বেরোবার আগে!’ নিজের ব্লগে আরাধ্যকে নিয়ে এমনটাই লিখেছেন অমিতাভ।
২০০৭ সালে এই দিনেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। আরাধ্যর জন্ম ২০১১ সালে।