রণবীরের সাথে কাজ করা সৌভাগ্যের : কঙ্গনা

‘কুইন’ কঙ্গনার অভিনয়ে এখনো মুগ্ধ সবাই। এমনকি রণবীর কাপুরও কঙ্গনার অভিনয়ে প্রশংসা করে জানিয়েছেন, কঙ্গনার সাথে অভিনয়ে আগ্রহী তিনি। রণবীরের আগ্রহে খুশিই হয়েছেন কঙ্গনা। এনডিটিভির খবরে জানা গেল, সুযোগ মিললে রণবীরের সাথে কাজ করতে ভালোই লাগবে কঙ্গনার।
‘কুইন’-এর জয়জয়কার এখনো চলছে ভারতে। দর্শকপ্রিয়তা, সমালোচকদের প্রশংসা, একের পর এক পুরষ্কার ছাড়িয়ে শেষ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন কঙ্গনা রানাউত। সে হিসেবে অনেক পরিচালক আর অভিনেতার এখন কঙ্গনাকে নিয়ে কাজ করার আগ্রহ হবে- এটাই স্বাভাবিক। তাঁদের কাতারে রণবীর কাপুরও এসে পড়লে সেটা কঙ্গনারই সাফল্য। কঙ্গনা খুশি হলেও অবশ্য চরিত্রের ব্যাপারে সতর্ক। রণবীরের সাথে অভিনয় করতে চান খুশি হয়েই, তবে চরিত্রের ব্যাপারে কোনোরকম ছাড় দিতে রাজি নন তিনি। জানিয়েছেন, কেবল চরিত্র আর গল্প পছন্দ হলেই খুশিমনে কাজ করতে চান রণবীরের সাথে।
রণবীরের সাথে কাজ করতে চান কি না, এ প্রশ্নের জবাব সাবলীলভাবেই দিয়েছেন কঙ্গনা- ‘নিশ্চয়ই, কেন নয়? রণবীরের কাজ আমার ভালো লাগে। কুইনকে যারা সমর্থন জুগিয়েছিল ও তাদের একজন। সে আমার সাথে কাজ করতে চাইলে আমার জন্য ব্যাপারটা সম্মানজনক। কেন তার সাথে কাজ করব না?’
তবে রণবীরের সাথে কাজ করার জন্য নিজের চরিত্রের ব্যাপারে কোনো ছাড় দেবেন না তিনি, এটা তাঁর পরিষ্কার কথা- ‘ওর সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগবে। তবে আমার অবশ্যই ভালো রোল চাই’-একদম সাফসাফ কথা এই ২৮ বছর বয়সী অভিনেত্রীর।
‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে কয়েকদিন বাদেই আবার দেখা যাবে কঙ্গনাকে। ওদিকে রণবীর এখন অপেক্ষা করছেন ‘বম্বে ভেলভেট’ ছবির জন্য।