নববর্ষ উদযাপন
এফডিসিতে তারার মেলা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার, ১৪ এপ্রিল, বিএফডিসি প্রাঙ্গণে পালিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বর্ষবরণ উৎসব ১৪২২। সন্ধ্যায় মঞ্চে তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনা এফডিসিকে প্রাঙ্গণকে আরো উজ্জ্বল করে তোলে। এর আগে সকাল থেকেই নানা আয়োজনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলী ও তাঁদের পরিবারের সদস্যরা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার সকালে এক শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ক্যামেরার পেছনের মানুষেরা। সকালে এফডিসিতে তেমন কোনো তারকার দেখা মেলেনি। কারণ সন্ধ্যায় পরিবেশনার জন্য তাঁরা সকালে নিজেরা প্রস্তুতি নেন। সন্ধ্যায় চিত্রতারকারা এলেও সকাল থেকেই এফডিসি হয়ে ওঠে পারিবারিক মিলনমেলা।
মঙ্গলবার বিকেল থেকেই সাজসাজ রব পড়ে যায়, এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে। এপেক্স ও টেলিটকের সহযোগিতায় আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের নামিদামি সংগীতশিল্পীদের গান পরিবেশন। এরপরই মঞ্চে দ্বৈত নাচ পরিবেশন করেন চলচ্চিত্রজগতের তারকারা।
এ সময় চলচ্চিত্রের জনপ্রিয় সব গানের সাথে নেচে মঞ্চ মাতান তারকারা। ‘পাগলা দিওয়ানা’ ছবির একটি গানের সঙ্গে নেচেছেন শাহরিয়াজ-পরীমনি। এ ছাড়া একে একে বিপাশা, ওমর সানি-জান্নাতুল ফেরদৌস পিয়া, আমান রেজা, মিমো, নিরব-শিরিন শিলা, জায়েদ খান, ববি, অভি ও রোজার একের পর এক পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। এ ছাড়া ছিল একটি ছোট্ট নাটিকা, এতে অভিনয় করেন বাবা ও ছেলে কাজী হায়াৎ ও মারুফ। এ ছাড়া দর্শকদের হাসাতে হাজির হয়েছিলেন মীরাক্কেল খ্যাত সজল।
এফডিসির কর্মচারী থেকে শুরু করে শিল্পী ও কলাকুশলী প্রত্যেকেই বৈশাখী আমেজে, তৃপ্তি নিয়ে উপভোগ করেন এফডিসির বর্ষবরণ অনুষ্ঠান।