পয়লা বৈশাখ
সকালে মুখরিত এফডিসি

রঙিন পোশাকে শিশুরা খেলা করছে। নাগরদোলায় চড়ছে ছোটবড় অনেকে। বড়দের অনেকে আবার গল্পগুজব করছে, চলছে ছবি তোলা। সবার পোশাক ও সাজে উপস্থিত বৈশাখ। পয়লা বৈশাখ ১৪২২ উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন, বিএফডিসিতে। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সকাল থেকেই তাই বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী, সব কলাকুশলী ও তাঁদের পরিবারের অংশগ্রহণে মুখরিত এফডিসি চত্বর।
এফডিসির দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে চলচ্চিত্রের পোস্টার। চারিদিকে বৈশাখীর আবহে সবাই ঘুরে বেড়াচ্ছেন এফডিসির খোলা চত্বরে। পয়লা বৈশাখের এই দিনটিতে বড়দের চেয়ে যেন ছোটদেরই আনন্দ বেশি। তারা নাগরদোলা ছাড়াও চরকিতে চড়ছে। আয়োজন করা হয়েছে বানরখেলার। সেই খেলা দেখে শিশুরাই শুধু নয়, আনন্দ পাচ্ছেন বড়রাও। দুপুর গড়াতেই সবাই খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। পরিচালক সমিতির সামনে এক নম্বর শুটিং ফ্লোরেই ব্যবস্থা করা হয়েছে খাওয়াদাওয়ার। সবাই উৎসবের আমেজে খাচ্ছেন।
এমন চিত্রই দেখা গেল এফডিসির পয়লা বৈশাখের দিন দুপুর পর্যন্ত। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সবার জন্যই যেন দিনটি পরিণত হয়েছে এক মিলনমেলায়। সবাই অপেক্ষা করছে তারকাদের জন্য। কারণ সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেখা মিলবে চলচ্চিত্র তারকাদের।