এফডিসিতে বর্ষবরণের প্রস্তুতি

পয়লা বৈশাখ ১৪২২ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন, বিএফডিসিতে। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনই এই অনুষ্ঠানে অংশ নেবে। বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী ও সকল কলাকুশলী ও তাঁদের পরিবারও অংশ নেবে এই অনুষ্ঠানে।
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা সকাল ৭টায় বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের পরিবারবর্গ সবাই মিলে পান্তা ইলিশ খেয়ে দিন শুরু করব।’
সকাল ১০টায় অনুষ্ঠানটি উদ্বোধন হবে, এরপর ১১টা ৩০ মিনিটে পরিচালক সমিতি থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ পুরো এফডিসি ঘুরবে। দুপুর দেড়টায় সবার সঙ্গে মধ্যাহ্ন ভোজ, সাময়িক বিরতির পর আবার বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে নায়ক বাপ্পী, সায়মন, শাহ রিয়াজ, শাহের খান, নায়িকা পরীমনি, শিরিন শিলা, আঁচল, ববিসহ চলচ্চিত্রের প্রায় সব তারকাই অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় র্যাফল ড্র,এটা বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের পরিবারবর্গ যেহেতু একসঙ্গে হচ্ছে তাদের সবাইকে নিয়ে এই র্যাফল ড্র-এর জন্য আমাদের কিছু খেলা থাকবে, থাকবে প্রতিযোগিতাও।
জনসাধারণের এখানে প্রবেশাধিকার থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে গুলজার বলেন, ‘এফডিসি অনেক ছোট জায়গা, এখানে সাধারণ মানুষকে ঢুকতে দিলে জায়গা হবে না। কারণ আমাদের চলচ্চিত্রের পরিবারবর্গ মিলে অনেক মানুষ হবে। তবে সাধারণ মানুষের জন্য বাংলাভিশন আমাদের পুরো অনুষ্ঠান প্রচার করবে।’
পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য গত ১০ এপ্রিল থেকে প্রতিদিন এফডিসিতে চলছে মহড়া। আজ ১৩ এপ্রিল এফডিসিতে গিয়ে দেখা গেল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোনো ছবির পোস্টার দিয়ে সাজানো হচ্ছে এফডিসি চত্বর, সঙ্গে লাগানো হচ্ছে রঙিন বাতি। মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে বানানো হচ্ছে বিশাল মঞ্চ। বাংলা নববর্ষকে বরণ করতে প্রায় প্রস্তুত এফডিসি।