শুরু হলো ‘গভীর প্রেমে সংঘর্ষ’

‘ঐ চোখে দেখেছি আমি চাঁদ যেন ভরা পূর্ণিমা কি দিয়ে দেব তুলনা খুঁজে যাই উপমা ইচ্ছেগুলো মেলে ডানা, নেই কোনো সীমানা এক পলকে দেখা হলেও শত যুগের চেনা।’
এমন একটি গানের রেকর্ডিং দিয়ে শুরু হলো ‘গভীর প্রেমে সংঘর্ষ’ নামে একটি চলচ্চিত্র। অরণ্য ভৌমিকের কথায় ও রেমু বিপ্লবের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি ও বেলাল খান।
গত ৯ এপ্রিল বৃহস্পতিবার কাকরাইলের ভিসটেক স্টুডিওতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবির কাহিনী রচনা ও পরিচালনা করেছেন ইমদাদুল হক মিজান। কাহিনী বিন্যাস ও সংলাপ লিখেছেন কমল সরকার। আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে।
২০০৫ সালে সিনিয়র ক্যামেরাম্যান আবদুল আজিজের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন ইমদাদুল হক মিজান। তাঁর প্রথম চলচ্চিত্র ‘কষ্ট আমার দুনিয়া’, ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ২৯ মার্চ। বর্তমানে তাঁর লেখা আরো দুটি চলচ্চিত্রের শুটিং চলছে। চলচ্চিত্রে কীভাবে এলেন জানতে চাইলে মিজান বলেন, ‘ছোটবেলা থেকেই সিনেমার খুব ভক্ত ছিলাম। ইচ্ছে ছিল নায়ক হওয়ার। কিন্তু নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে নির্মাতাদের পেছনে দৌড়াতে দৌড়াতে সে স্বপ্ন মিটে যায়।’
‘গভীর প্রেমের সংঘর্ষ’ ছবিটির প্রযোজক জাহাঙ্গীর আলম জসিম।