শিশু নির্যাতন নিয়ে ‘শেষ চুম্বন’

নির্মিত হতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘শেষ চুম্বন’। ছবিটি পরিচালনা করছেন মুন্তাহিদুল লিটন। শিরোনাম দেখে হয় তো ভাবতে পারেন ছবিটি রোমান্টিক এবং এটি বড়দের ছবি। আসলে একটি ভিন্নধর্মী অ্যাকশন ও সামাজিক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই ছবি-এমনটাই দাবি পরিচালক মুন্তাহিদুল লিটনের। পরিচালক লিটন বলেন, এটি একটি মানবতার সিনেমা। এ সিনেমার মাধ্যমে সমাজে শিশুদের নির্যাতনের বিরুদ্ধে অভিনব একটি প্রতিবাদ প্রকাশ পেয়েছে।
ছবির গল্প প্রসঙ্গে লিটন বলেন, ‘এ সিনেমায় পারিবারিক শিশু নির্যাতনের বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করব। একজন বাবা তাঁর মেয়েকে সব সময় নির্যাতন করতেন। কিন্তু মৃত্যুর সময় তাঁর বোধদয় হয়, তিনি তাঁর মেয়ে প্রতি অন্যায় করেছেন। তাই তিনি মেয়েকে শেষবারের মতো একটি চুমু খেতে বলেন। এ জন্য ছবির নামকরণ করেছি শেষ চুম্বন, যা আপনাকে ভাবাবে, অপরাধী করে তুলবে।’
এমন একটি গল্প নিয়ে কেন ছবি করছেন, এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘প্রতিদিন পত্রিকা খুললেই শিশু নির্যাতনের কথা আমরা দেখতে পাই। অথচ এসব নিয়ে আমাদের দেশে তেমন কোনো ছবি হয় না। সামাজিক দায় থেকেই আমি শুরু করছি ‘শেষ চুম্বন’ ছবিটি।
ছবির নাম প্রসঙ্গে পরিচালক বলেন, “এই ছবিতে একজন অপরাধী বাবা নিজের কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ত করতে আত্মহত্যার পথ বেছে নেন। এমন সময় তিনি নিজের সন্তানের কাছে একটি চুম্বন প্রত্যাশা করেন আর এটি নিয়েই আমাদের ছবি ‘শেষ চুম্বন’।”
গতকাল মঙ্গলবার, ৭ এপ্রিল, সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে শুভ মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়।
ছবিটি লাকি মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে । অভিনয়ে থাকছেন নবাগত নায়ক সাগর ও নবাগত নায়িকা সানজিদা তন্ময়। এ ছাড়া সিআইডির প্রধান ভূমিকায় অভিনয় করছেন শিমুল খান এবং শিশুশিল্পী হিসেবে অভিনয় করছে রাইসা। ছবির শুটিং শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে।