কাল মাহির বিয়ে

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়েছে। এবার গুজব নয়, সত্যিই বিয়ে করতে যাচ্ছেন মাহি। আগামীকাল বুধবার তাঁর বিয়ে। এদিন সকালে উত্তরার নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে আকদ করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই।
মাহির হবু বরের নাম পারভেজ মাহমুদ। সিলেটে তাঁর বাড়ি। সেখানে নিজেদের পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত আছেন তিনি।
এদিকে আগামীকাল সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানাবেন মাহি।
মাহি বলেন, ‘পরিবারের পছন্দ অনুযায়ী আমি বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ আগামী ২৪ জুলাই সিলেটে মাহির বিবাহোত্তর সংবর্ধনা হবে।
তিন বছর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন মাহিয়া মাহি। এরপর বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন মাহি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দেশা : দ্য লিডার’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘তবুও ভালোবাসা’।
খুব শিগগির বদিউল আলম খোকন পরিচালনায় ‘হারজিৎ’ ছবির শুটিং শুরু করবেন মাহি। এতে সজলের বিপরীতে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ছবির জন্য ফটোশুট করেছেন মাহি-সজল জুটি।