সাক্ষাৎকার
জয়া আমার খুব ভালো বন্ধু : পার্নো মিত্র

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ফারুকীর চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত পার্নো। গতকাল শুক্রবার ছবির মহরতে উপস্থিত ছিলেন তিনি। মহরতের শুরু হওয়ার আগে ‘ডুব’ ছবি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপ করেছেন পার্নো।
প্রশ্ন : ‘ডুব’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। কেমন লাগছে আপনার?
উত্তর : ভীষণ ভালো। কারণ ছবিটি ফারুকী পরিচালনা করবেন। ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি দেখে আমি তাঁর ভক্ত হয়ে গিয়েছিলাম। শুধু আমি কেন? কলকাতায় ফারুকীর অনেক ভক্ত রয়েছে। আমি ফারুকীর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি জেনে, অনেকে আমাকে স্বাগত জানিয়েছেন।
প্রশ্ন : ‘ডুব’ ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
উত্তর : প্রত্যাশা অনেকখানি। আন্তর্জাতিক মানের একটি ছবি হবে ‘ডুব’। আর ফারুকীর নির্মাণের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে।
প্রশ্ন : আপনি তো বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছিলেন। জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : জয়া তো আমার খুব ভালো বন্ধু। ‘রাজকাহিনী’র শুটিংয়ের সময় ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। বন্ধুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ তো হবেই।
প্রশ্ন : ‘ডুব’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেও তো আপনি বাংলাদেশে এসেছিলেন। কেমন লাগে বাংলাদেশে আসতে?
উত্তর : দারুণ। বাংলাদেশে এলে মনে হয় নিজের বাড়িতে আছি। সবাই অনেক আন্তরিক। এর আগে একটা অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলাম। তবে এবার যেহেতু ছবি করতে চলে এসেছি তাই আনন্দটা দ্বিগুণ। আর বাংলাদেশের মাছ আমার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। এ দেশের মাছ খেয়ে আমি ভীষণ মজা পাই ।
প্রশ্ন : ‘ডুব’ এর পর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আর কোনো ছবিতে কী আপনাকে দেখা যাবে?
উত্তর : কেবল তো জার্নিটা শুরু হলো। দেখা যাক কী হয়!