মুক্তি পাচ্ছে ‘কৃষ্ণপক্ষ’
আমাকে সবাই হিংসা করতে পারে : মাহি

আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারা দেশের ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। এই ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে মেহের আফরোজ শাওনের। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন নায়ক রিয়াজ ও মাহিয়া মাহি।
নতুন ছবি মুক্তি পাচ্ছে, তাও আবার হুমায়ূন আহমেদের গল্পের নায়িকার চরিত্রে মাহি। কেমন লাগছে জানতে চাইলে জানালেন, ‘আমি এমন কোনো সুন্দরী নই যে আমাকে কেউ হিংসা করবেন। আবার আমি অনেক ভালো অভিনয় শিল্পীও নই যে আমার অভিনয়ের কারণে কেউ আমাকে হিংসা করবেন। তবে এবার আমাকে নিয়ে চাইলে যে কেউ হিংসা করতে পারেন, কারণ আমি হুমায়ূন আহমেদ স্যারের গল্পের ছবিতে কাজ করেছি।’
মাহি এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের অনেক পরিচালকের সাথে কাজ করেছেন। কিন্তু মেহের আফরোজ শাওনের মতো আনকোরা পরিচালকের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে মাহি বলেন, ‘অসাধারণ একজন মানুষ তিনি। আমার সৌভাগ্য যে ওনার পরিচালনার প্রথম ছবিতেই আমি কাজের সুযোগ পেয়েছি। শটগুলো এত সুন্দর করে বুঝিয়ে দিতেন যে আমি একদম চরিত্রে ঢুকে যেতাম সহজেই। আবার এমনও হয়েছে যে কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত , ঘুম চলে এসেছে, এমন সময় আপা এসে আমাকে বললেন, “মা রে এখন এই শট দিতে হবে। উনি এত সুন্দর করে ‘মা রে’ বলে ডাকতেন যে আমার কাছে মনে হতো এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি! শাওন আপার সাথে কাজ করে অনেক শান্তি পেয়েছি। পরিচালক হিসেবে তিনি কেমন করেছেন সেটা দর্শকরাই ভালো বলতে পারবেন।’
নায়ক রিয়াজে বিপরীতেও প্রথমবারের মতো অভিনয় করেছন এই ছবিতে। সেই অভিজ্ঞতার কথা জানতে চাইলে মাহি বলেন, ‘রিয়াজ ভাই কেমন অভিনয় করেন এটা নতুন করে কিছু বলার নেই। আমার চেয়ে বরং দর্শকই বেশি জানেন বিষয়টা। মানুষ হিসেবে তিনি অসাধারণ, সহশিল্পী হিসেবে তো বটেই। তিনি অনেক কেয়ারিং একজন মানুষ। বাইরে শুটিং করতে গেলে অনেক সময় মানুষ এসে ঘিরে থাকে, আবার অনেক সময় সমস্যাও তৈরি করে। এ ধরনের পরিস্থিতিতে রিয়াজ ভাই সব সময় আমাকে আগলে রেখেছেন। আর অভিনয়ের বিষয়ে বলব তিনি এমন ভাবে অভিনয় করেন, যে নিজের থেকেই অভিনয়টা বেরিয়ে আসে। আমি অনেক খুশি এমন একজন শিল্পীর সাথে কাজ করতে পেরে।’
মাহির ছবি মানেই পুরোপুরি বাণিজ্যিক ছবি। সেই হিসেবে ‘কৃষ্ণপক্ষ’ কোন ধরনের ছবি? জানতে চাইলে মাহি বলেন, ‘এটা কমার্শিয়াল ছবি নয় আবার আর্ট ফিল্মও নয়। এটি আসলে হুমায়ূন আহমেদ চলচ্চিত্র। আমার মনে হয় বই লিখে হুমায়ূন আহমেদ স্যার যেমন নিজের পাঠক তৈরি করেছেন, তেমনি আবার ছবি নির্মাণের মাধ্যমেও ওনার ছবির আলাদা দর্শক তৈরি হয়েছে, যারা স্যারের নামের কারণেই ছবি দেখতে যাবে। উনার লেখায় যে টান আছে দর্শকরা তা এই ছবিতে শতভাগ পাবেন।’
মাহির অভিনীত চলচ্চিত্র সব সময়ই শতাধিক হলে মুক্তি পেয়েছে । কিন্তু ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি মুক্তি পাচ্ছে মাত্র ১৬টি সিনেমা হলে , বিষয়টি কীভাবে দেখছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এই ছবি যে অনেক হলে মুক্তি পাবে, তেমন দর্শক তো আমাদের দেশে কম। আমার কাছে মনে হয় ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার ও বলাকা- এই তিন হলে বেশি দর্শক হবে। এই হলের দর্শকরা ছবিটি উপভোগ করবেন। কিন্তু আমি সব শ্রেণির দর্শকদের বলতে চাই, আপনারা হলে এসে ছবিটি দেখলে অনেক ভালো লাগবে।’
যেসব সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে :
ঢাকার সিনেমা হল : স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার, বলাকা, শ্যামলী, অভিসার, পূর্ণিমা।
ঢাকার বাইরে সিনেমা হল : বনলতা (ফরিদপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), চন্দনা (জয়দেবপুর), ছায়াবাণী (নাটোর), কল্লোল (মধুপুর), কেয়া (টাঙ্গাইল), মমতা (মাধবদি), রাজিয়া (নাগরপুর, টাংগাইল), রূপকথা (পাবনা) ও সাগরিকা (চালা, সিরাজগঞ্জ)।