ফেসবুক-টুইটারে ‘বিরক্ত’ শাহরুখ

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে নিয়মিতই পোস্ট দিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তবে বেশ কিছু দিন ধরে এসব মাধ্যমে কিছুটা অনিয়মিত তিনি। বিশেষত ফেসবুক, টুইটার কম ব্যবহার করছেন শাহরুখ।
ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে গালাগালি, পরনিন্দা আর পরচর্চায় বিরক্ত শাহরুখ। এ জন্য এসব মাধ্যম থেকে কিছুটা দূরে থাকতে চাইছেন তিনি।
একটি ভিডিওবার্তায় শাহরুখ বলেন, ‘আজকাল আর সেভাবে টুইটারে আসতে ভালো লাগে না। কারণ ফোনে টুইটার খুললেই একগাদা গালাগালি আর অন্যের সম্পর্কে নানা ধরনের বাজে কথা লেখা দেখতে পাই। এই ইডিয়টিক জিনিস পড়তে আর মোটেই ভালো লাগে না। ভীষণ খারাপ লাগে। তাই আমি নিজেই চাইছি, বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি।’
ভিডিওবার্তায় ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, ‘আমি আমার ভক্তদের অন্যদের প্রতি সম্মান দেখানোর জন্য একান্তভাবে অনুরোধ করছি। আপনারা দয়া করে অন্য অভিনেতা এবং অভিনেত্রীদের প্রতি একটু সম্মান দেখান। কাউকে হেনস্তা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা উচিত নয়।’
‘আমি নিজে আগে কয়েকবার অন্যদের অ্যাবিউজ (খারাপ ভাষায় কথা) করেছি। কিন্তু সেই ঘটনার জন্য আমি আজও খুব লজ্জিত বোধ করি’, যোগ করেন শাহরুখ।