অবশেষে কলকাতায় আসছেন গুলাম আলী

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবশেষে গান গাইতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী, গজলসম্রাট গুলাম আলী। আগামী ১২ জানুয়ারি তিনি কলকাতার পার্ক সার্কাস ময়দানে একটি অনুষ্ঠানে গান গাইবেন বলে জানা যায়।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ড়েরেক ও’ব্রায়েন এক টুইট-বার্তায় বিষয়টি জানিয়েছেন। তারিখটিও নিশ্চিত করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণেই কলকাতায় এসে তাঁর গুণমুদ্ধ শ্রোতাদের সামনে গান গাইবেন কিংবদন্তি গজলসম্রাট গুলাম আলী। কলকাতার পার্ক সার্কাস ময়দানে ১২ জানুয়ারি দুপুর সাড়ে ৩টা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে গুলাম আলীর সঙ্গে তাঁর ছেলে আমির আলীর গানও শোনা যাবে বলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে।
কিছুদিন আগে ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল গজলসম্রাট গুলাম আলীর। কিন্তু তিনি পাকিস্তানি শিল্পী হওয়ার কারণে তাঁকে মুম্বাইয়ে ঢুকতে বাধা দেয় শিবসেনা। বাতিল হয়ে যায় তাঁর গানের অনুষ্ঠান। এরপরেই ভারতজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানি শিল্পী গুলাম আলীকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানান। কিন্তু সেই সময় ওই ঘটনায় যথেষ্ট ব্যথা পান বিশিষ্ট এই সংগীতশিল্পী। পরবর্তীতে জানা যায়, গুলাম আলী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক আগামী ১২ জানুয়ারি কলকাতার পার্ক সার্কাস ময়দানে হতে চলেছে পাক গজলসম্রাট গুলাম আলীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে আগাম যাবতীয় সতর্কতা এবং নিরাপত্তা বিষয় নিয়ে এখন থেকেই রাজ্য সরকারের তরফে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানা যায়।