ন্যান্সির গান যত শুনি তত মুগ্ধ হই : সুজানা

‘ন্যান্সি আমার প্রিয় সংগীতশিল্পীদের মধ্যে একজন। ন্যান্সির গান যত শুনি তত মুগ্ধ হই আমি। মনে মনে ইচ্ছে ছিল ন্যান্সির গানের মডেল হওয়ার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে’- কথাগুলো বলেছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর।
ন্যান্সির গাওয়া জনপ্রিয় একটি গান ‘আমি ছুঁয়ে দিলেই’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সুজানা। মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয় গত বছরের ২৯ ডিসেম্বর। এখন পর্যন্ত ইউটিউবে ১৯ হাজারেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। মাস খানেক আগে বান্দরবানের নীলগিরিতে মিউজিক ভিডিওটির শুটিং করা হয় বলে জানান পরিচালক অংশু। এর আগে মডেল সুজানাকে নিয়ে শোয়েব ও এলিটার গাওয়া ‘ঘুম হয়ে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন তিনি।
সেই মিউজিক ভিডিওটিতে মডেল হয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন সুজানা। এদিকে ‘ঘুম হয়ে’-এর মিউজিক ভিডিওতে সুজানাকে নববধূর এবং ‘আমি ছুঁয়ে দিলেই’ গানে প্রেমিকা রূপে সুজানাকে দেখা যাচ্ছে।
কোন চরিত্রটি বেশি প্রিয়? সুজানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুটোই। অংশু ভাই অনেক ভালো কাজ করেন। তিনি ভালোভাবেই আমাকে ক্যামেরার সামনে উপস্থাপন করেছেন। গেল বছর করা মিউজিক ভিডিওগুলোর থেকে বেশ সাড়া পেয়েছি। ইনশা আল্লাহ এ বছরও ভালো ভালো কাজ করব। আবারও ন্যান্সির গাওয়া গানের মডেল হওয়ার ইচ্ছে রয়েছে।’