চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর সেন

প্রয়াত হলেন বিশিষ্ট সংগীতশিল্পী সুবীর সেন। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ও ফুসফুসে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ১৫ দিন আগে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে তাঁকে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে সেখানেই মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
৬০ থেকে ৭০ দশকের মাঝামাঝি সময়ে সংগীত জগতে অবাধ বিচরণ ছিল তাঁর। তাঁর গানে মজে থাকতেন দুই বাংলার অসংখ্য শ্রোতা। একের পর এক জনপ্রিয় গান তিনি উপহার দিয়ে গেছেন সংগীত অনুরাগীদের। বিখ্যাত সুরকার সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, অভিজিত মুখোপাধ্যায়সহ বহু নামকরা সুরকারের সুরে গান করেছেন সুবীর সেন।
হিন্দি বাংলা মিলিয়ে সাড়ে চারশোরও বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। তাঁর গাওয়া উল্লেখযোগ্য বাংলা গানের মধ্যে রয়েছে ‘এত সুর আর এত গান’, ‘এই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’, ‘পাগল হাওয়া’, ‘সারাদিন তোমায় ভেবে’সহ জনপ্রিয় নানা গান। হিন্দিতে তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে অন্যতম ‘মঞ্জিল ওহি হ্যায় পেয়ার কি’, ‘ম্যায় রঙ্গিলা পেয়ার কি রাহি’, ‘দিল মেরা এক আসকা পঞ্জি’, ‘ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহা’।
জনপ্রিয় এই শিল্পীর প্রয়াণে বাংলার সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীর মৃত্যুতে টুইটারে শোক জ্ঞাপন করেছেন। মঙ্গলবার তাঁর শেষকৃত্য কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে হওয়ার কথা রয়েছে।