একাত্তরে আমি থাকলে যুদ্ধে যেতাম : ইশানা

মডেল-অভিনেত্রী মৌনীতা খান ইশানার আজ জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল রাত থেকেই অনেক শুভেচ্ছা ও উপহার পেয়েছেন তিনি- এমনটিই জানালেন ইশানা।
জন্মদিন কীভাবে কাটছে জানতে চাইলে ইশানা বলেন, ‘খুবই ভালো। আমার তো গতকাল মুড অফ ছিল, কারণ আমার বন্ধুরা আমাকে বলেছিলেন, তারা কেউই আজ ঢাকায় থাকতে পারবে না, সবাই মিলে নাটোরে ঘুরতে যাবে। কিন্তু অবাক ব্যাপার হলো, তাঁরা প্রত্যেকেই কাল রাতে আমার বাসায় ফুল আর কেক নিয়ে এসেছে। আমাকে চমকে দেওয়ার জন্যই তাঁরা এই মিথ্যা কথাটা বলেছিল। সত্যি বলছি, আমি ভীষণ অবাক হয়েছি।এখন বন্ধুদের সঙ্গে নিয়েই বাইরে ঘুরতে বের হয়েছি।’
জন্মদিন আর বিজয় দিবস উদযাপ তো একসাথেই করছেন ইশানা। তো এই উদযাপন কতক্ষণ চলবে? উত্তরে ইশানা বলেন, ‘রাত পর্যন্ত। আমার কাজিন ও বন্ধুরা মিলে মাওয়া ঘাটে যাব। ওইখানে গিয়ে মাছ দিয়ে রাতের খাবার সবাই খেতে চাই। এখন পর্যন্ত এই পরিকল্পনাই আছে।’
বিজয় দিবসে আপনি জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনার নিজের অনুভূতি কী? উত্তরে ইশানা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে বিজয় দিবসে জন্মগ্রহণ করেছি। এ রকম লাকি কয়জন হয় বলুন! আমার দেশকে অনেক ভালোবাসি আমি। একাত্তরে আমি কিশোরী থাকলেই যুদ্ধে যেতাম। এটা তামাশা করে বলছি না। মন থেকেই কথাটা বলছি, একাত্তরে এখনকার ইশানা যদি থাকত সে অবশ্যই যুদ্ধে যেত।’