ফেসবুক খুলেছে, খুশি সংগীতশিল্পীরা!

টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলেছে। আজ দুপুর দেড়টার দিকে মাধ্যমটি খুলে দেওয়া হয়। তবে ফেসবুক খোলা হলেও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্য অ্যাপগুলো। এমনটিই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এদিকে, ফেসবুক খুলে দেওয়ায় তারকারা অনেক খুশি হয়েছেন। ফেসবুক খোলার সঙ্গে সঙ্গেই তাঁদের স্ট্যাটাসে সেটা ধরা পড়ছে। সংগীতাঙ্গনের তিন তারকা পড়শি, সন্ধি ও রবিউল ইসলাম জীবন—তাঁরা প্রত্যেকেই একই ধরনের স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন।
সংগীতশিল্পী পড়শি স্ট্যাটাসে লিখেছেন, ‘সরকার এই মাত্র ফেসবুক আনব্লক করে দিয়েছে। স্বাগতম ফেসবুক।’ সন্ধি লিখেছেন, ‘খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে!’ গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘ফেসবুক নাকি খুলে দিছে! কী দরকার ছিল...!’
ফেসবুক-প্রীতি নিয়ে তাঁরা প্রত্যেকেই এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন।
পড়শি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগের মাধ্যমের সব অ্যাপ খুব পছন্দ করি। কারণ, সবার সঙ্গে এ মাধ্যমেই কথা হয় আমার। যখন ফেসবুক বন্ধ ছিল, তখন মন অনেক খারাপ ছিল। এখন ভালো লাগছে।’
সন্ধি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমি নতুন গান ও কাজের খবর শেয়ার করি। অন্য অ্যাপগুলোর থেকেও আমার কাছে ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ফেসবুকে খুলে দেওয়ায় ভীষণ আনন্দিত আমি।’
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘যখন ফেসবুক ছিল না, তখন কাজ করে আরাম পাচ্ছিলাম না। খুব সমস্যায় ছিলাম সবাই। তবে সরকারি নির্দেশনাও সম্মানের সঙ্গে সবার মানতে হবে। তাই করারও কিছু ছিল না। আর এখন তো অনুভূতি অবশ্যই ভালো।’