চড় নয়, এবার আমিরের জন্য চুমু!

এমনিতেই ‘অসহিষ্ণুতা’ নিয়ে কথা বলে বড্ড ঝামেলায় আছেন আমির খান। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীরা, এমনকি সাধারণ মানুষও তাঁকে ধুয়ে দিতে ছাড়ছেন না। অন্যদিকে, ‘স্ল্যাপ আমির’ বা ‘আমিরকে চড়’ নামের ওয়েবসাইটে চলছিল আমিরকে চড় দেওয়ার প্রতিযোগিতা। তবে সেই চড় এখন বদলে গেছে চুমুতে! আমিরকে চুমুর ভালোবাসা কতজন দিতে পারে, তারই দৌড় চলছে এখন।
‘স্ল্যাপআমির’ নামের ওয়েবসাইটটি ছিল একটি হাস্যরসাত্মক ওয়েবসাইট, (নির্মাতাদের ভাষ্যমতে) যেখানে প্রবেশ করার পর ব্যবহারকারীর কারসরটি একটি হাতে পরিণত হতো। পাশেই আমির খানের মুখ, যতবার কারসর দিয়ে সেখানে খোঁচা দেবেন, সশব্দে আমিরের গালে চড়। আমিরকে চড় দেওয়ার উদ্দেশ্যে হোক বা অপমানের খায়েশে বা নিছক মজা করার জন্য- চড়ের সংখ্যা রীতিমতো লাখ কোটি ছাড়িয়ে গিয়েছিল! এবার ‘স্ল্যাপআমির’ বদলে গিয়ে ‘কিসআমির’-এ পরিণত হয়েছে। সেখানে এখন চড়ের বদলে চুমুই জমা পড়ছে আমিরের গালে। লেখা রয়েছে এমন, ‘চুমু, আরো ভালোবাসা হোক। চড় কমুক’!
একই সঙ্গে বদলে গিয়েছে ওয়েবসাইটের টাইটেল। এর আগে লেখা ছিল এমন, ‘নেহাত মজার জন্যই এই ওয়েবসাইট। কোনো বিশেষ উদ্দেশ্যে নয়। কাজেই মজা বুঝতে হবে’।
এবারে সংলাপ বদলে গিয়েছে এভাবে, ‘ভালোবাসা আর মজার জন্যই এই ওয়েবসাইট। এটি আমাদের মহৎ হৃদয় আর চুমুরই প্রতিনিধিত্ব করে কেবল। ভালোবাসার সহিষ্ণুতা ছড়িয়ে দিন সবাই’।
চড়ের পর এবার চুমুর অ্যাকাউন্টেও ভেসে যাচ্ছেন আমির। ‘কিসআমির’-এ এখনো পর্যন্ত আমিরের গালে চুমু পড়েছে প্রায় সাড়ে ২৭ লাখ।