দেশ সেরা ব্যান্ডগুলোর পরিবেশনায় ‘আলোড়নের কনসার্ট’

‘ইনডোর কনসার্ট তো এখন খুব কম হয়। আজ কনসার্টে গান গেয়ে বেশ লাগল। ভালো লাগার পরিমাণ একটু বেশি, কারণ এই কনসার্টের অর্থ দিয়ে বঞ্চিত শিশুদের সাহায্য করা হবে।’ কথাগুলো বলছিলেন মাকসুদ ও ঢাকা ব্যান্ডের সংগীতশিল্পী মাকসুদুল হক।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নালোড়ন’-এর আয়োজনে গান গেয়েছেন মাকসুদ ও ঢাকা ব্যান্ড। এ ছাড়া দেশের সেরা কয়েকটি ব্যান্ড এই কনসার্টে গান গেয়েছে।
শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন বলেন, ‘কনসার্টটির মূল উদ্দেশ্য যাতে সফল হয়, সেই চেষ্টাই আমরা করেছি। স্বপ্নালোড়ন-এর জন্য অনেক শুভকামনা। তাঁরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
রেশমী ও মাটি ব্যান্ডের শিল্পী রেশমী বলেন, ‘কনসার্টটি আমরা করেছি শুধু বঞ্চিত শিশুদের কথা ভেবে। স্বপ্নালোড়ন সংগঠনের এটা প্রথম কনসার্ট। তাদের সফলতা কামনা করছি।’
এদিকে কনসার্টে গান গাইতে আসা সব শিল্পীই স্বপ্নালোড়ন-এর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকারের জন্য সবাই একমত বলে জানান শিল্পীরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা দন্ত্যন শুভ এনটিভি অনলাইনকে বলেন, ‘কনসার্টটি সফলভাবে করার জন্য আমাদের সহযোগিতা করেছেন মাকসুদ ও ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক ভাইয়া। স্বপ্নালোড়ন আয়োজিত এটাই প্রথম কনসার্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে চলতি বছরের ২০ আগস্ট থেকে স্বপ্নালোড়ন-এর যাত্রা শুরু করেন দন্ত্যন শুভ ও তাঁর বন্ধুরা। বঞ্চিত শিশুদের শিক্ষাদানের মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে সংগঠনটির।
বর্তমানে তিন শতাধিক স্বেচ্ছাসেবী স্বপ্নালোড়নের এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, অভিনেতা মোশাররফ করিম, বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ আরো অনেকে— এমনটিই জানান দন্ত্যন শুভ।