গান শুনানোর জন্য বাংলাদেশই প্রথম পছন্দ : অনুপম রায়

পশ্চিমবঙ্গের এই সময়ের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায় এখন ঢাকায়। আগামীকাল ২৩ নভেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের আইসিসি অডিটরিয়ামে গান পরিবেশন করবেন তিনি। একই অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যান্সি ও পারভেজ। ‘দুই বাংলার গান’ শীর্ষক ধারাবাহিক কনসার্টের প্রথম এ আয়োজনের শিরোনাম ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা।’ কনসার্টটির উদ্যোক্তা অন্তর শোবিজ।
রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন অনুপম রায়। তিনি বলেন, ‘বাংলা আমার ভাষা, কাজের প্রয়োজনে অনেক সময় অনেক ভাষায় কথা বলতে হয়, কিন্তু দিনের শেষে বাংলায় কথা বলতে না পারলে আমার দম বন্ধ হয়ে যায়। বাংলা আমার, আমি বাংলার।’
কলকাতায় ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গেয়ে আলোড়ন তোলেন শিল্পী অনুপম রায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে। গান লেখা, সুর করা ও গাওয়া তাঁর সহজাত প্রবৃত্তি। ‘চলো পাল্টাই’ সিনেমায় তাঁর ‘বাড়িয়ে দাও’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। তবে তাঁর জনপ্রিয়তা পারদ চড়তে থাকে ‘বাইশে শ্রাবণ’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর কলকাতার অনেক ছবির গান লিখেছেন, গেয়েছেন এবং সুর করেছেন তিনি। এ বছর মুক্তি পাওয়া সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে তিনি সঙ্গীত পরিচালনার কাজ করেছেন।
নিজের গান নিয়ে অনুপম বলেন, ‘ আমি আমার মতো সাধারণ ভাষায়, সাধারণ কথা বলার চেষ্টা করি। কিন্তু আমার গান রিলিজ হওয়ার পর অনেকে অনেকভাবে মন্তব্য করেন, অনেক ভালো ভালো মন্তব্য করেন। আমার তখন নিজের প্রতি বিশ্বাস বেড়ে যায়। আমি কবিতা পড়ি এবং ভালোবাসি। বাংলা সাহিত্যের প্রতি আমার দুর্বলতা অনেক বেশি। বাংলা গান শুনানোর জন্য আমার কাছে বাংলাদেশই প্রথম পছন্দ।’
অন্তর শোবিজ লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘দেশের বেশির ভাগ বড় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজনে অন্তর শোবিজের সুনাম রয়েছে। ইতিপূর্বে আমরা বলিউডের কিং শাহরুখ খানকেও এ দেশে এনেছিলাম। এবার দুই বাংলার ভালো শিল্পী নিয়েই আমাদের ধারাবাহিক এ আয়োজন। ‘দুই বাংলার গান’ এমন ভাবনা আমার অনেক দিনের। আমাদের দেশের শ্রোতাদের দারুণ পরিবেশে গান শোনার সুযোগ খুব কম। এর আগে অনুষ্ঠানগুলোতে ব্যাপক জনসমাগত দেখে আমরা মুগ্ধ। শ্রোতাদের কাছে আমরা দায়বদ্ধ। একইসঙ্গে আমরা বাংলা গানের দারুণ সব শ্রোতাও তৈরি করতে চাই। আপনারা জানেন, কলকাতার শিল্পী অনুপম রায় এখন কতটা জনপ্রিয়। তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান। সব কিছুকে ছাপিয়ে যায় অনুপম রায়ের স্টেজ পারফর্মেন্স। আমাদের দেশে গানের ক্ষেত্রে ন্যান্সি ও পারভেজের নাম সর্বাগ্রে। তাই আমরা চেষ্টা করছি দুই বাংলার শিল্পীদের নিয়ে বিশেষ এ আয়োজনকে সবার কাছে তুলে ধরতে।’