কলকাতার শুরু ছবির উৎসব

বাংলাদেশসহ বিশ্বের ৬১টি দেশের মোট ১৪৯টি চলচ্চিত্র নিয়ে কলকাতায় শুরু হলো ‘২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। শনিবার বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
উদ্বোধনের সময় বাংলায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সবাইকে তাক লাগিয়ে দেন বলিউডের জীবন্ত এই কিংবদন্তি। রবীন্দ্রনাথের কবিতার কিছুটা আবৃত্তি করে অমিতাভ বলে ওঠেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। তিনি আরো বলেন, আমি মনে করি প্রত্যেক বাঙালির কাছে ভারতবাসীর কিছু শেখার আছে। অনুষ্ঠানের উদ্বোধনে অমিতাভের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন, বাংলার সংস্কৃতি সারা বিশ্বের মধ্যে সেরা। তিনি এই চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই বাংলার কৃষ্টি ও উন্নয়নকে বিশ্বের সামনে তুলে ধরার ডাক দেন।
অমিতাভ বচ্চনের প্রশংসায় মমতা বলেন, ‘অমিতাভজির মতো আর একজনও হবেন না। আগামী বছরের চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য তাঁকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখেন মমতা।
অনুষ্ঠানে যোগ দিয়ে সবার উদ্দেশে কথা বলেছেন বিশেষ অতিথি বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আরেক বিশেষ অতিথি ছিলেন বাংলার মেয়ে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনও। তিনিও বাংলায় বক্তৃতা দেন। জয়া বলেন, ‘প্রতিবছর এই সময়ের জন্য আমরা দুজনে অপেক্ষা করি। কবে মমতাজির আমন্ত্রণপত্র পাব। আমরা বহু দেশ ঘুরেছি, কিন্তু বাংলার মতো ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, মাধবী চট্টোপাধ্যায় প্রমুখ।
২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সুমন ধরের ছবি ‘আমি ও আইসক্রিমওয়ালা’ এবং মনসুর আলীর ‘সংগ্রাম’ ছবি স্থান পেয়েছে। বাংলাদেশের দুটি ছবি ছাড়াও ৬১টি দেশের মোট ১৪৯টি চলচ্চিত্র স্থান পাচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের মোট ২৬টি চলচ্চিত্র দেখানো হবে এই ছবির উৎসবে। যার মধ্যে থাকছে আঞ্চলিক ভাষার ছবিও।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, কলকাতার মোট ১২টি প্রেক্ষাগৃহে চলবে এই চলচ্চিত্র উৎসব। আজ শুনিবার ফিলিপাইনের ছবি ‘ব্ল্যাঙ্কো’ দিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। ৭৫ মিনিটের এই ছবিটির পরিচালক কোভোকি হাসাই।