তারকার প্রথম
বন্ধুর বড় বোনের প্রেমে পড়েছিলেন ইমন

চিত্রনায়ক ইমন মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করলেও চলচ্চিত্রের নায়ক হিসেবে তিনি এখন বেশ পরিচিত ও দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। আজ আমরা জানব, সবার প্রিয় এই নায়কের জীবনের উল্লেখযোগ্য প্রথম কিছু ঘটনা।
প্রথম স্কুল
মুগদাপাড়া হায়দার আলী হাই স্কুল।
প্রথম শিক্ষক
কাশেম স্যার। তিনি আমার প্রিয় শিক্ষক ছিলেন। স্যার গণিত শেখাতেন। আমি গণিতে অনেক দুর্বল ছিলাম। স্যারের কাছ থেকেই ভালোভাবে গণিত শিখতে পেরেছিলাম।
প্রথম পড়া বই
গোপাল ভাঁড়ের বই পড়েছি।
প্রথম ক্যামেরার সামনে আসার অভিজ্ঞতা
আমি ২০০৬ সালে প্রথম একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলাম। ভারতে শুটিং হয়েছিল। আমার এখনো মনে আছে, শট দেওয়ার সময় আমি খুব ঘেমে যাচ্ছিলাম। খুব সহজ শট ছিল, কিন্তু শুধু আমার কারণে শট অনেকবার এনজি হয়েছিল। আমি আসলে একটু নার্ভাস ছিলাম।
প্রথম পারিশ্রমিক
২০০৫ সালে আমি দৈনিক পত্রিকার একটা ফটোশুট করে চার হাজার টাকা পেয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের প্রথম পারিশ্রমিক। টাকাটা পেয়ে আমি দুই-তিন দিন শুধু গুনেছিলাম। তার পর সেই টাকা দিয়ে আম্মুকে একটা উপহার কিনে দিয়েছিলাম। আর বাকি টাকা দিয়ে আমি আমার জন্য শপিং করেছি।
প্রথম হলে দেখা চলচ্চিত্র
সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’।
প্রথম অভিনীত চলচ্চিত্র
‘এক বুক ভালোবাসা’।
প্রথম বিএফডিসিতে আসার গল্প
চলচ্চিত্রের জন্য বিএফডিসি অনেক বিশাল কিছু। আমার সব সময় এখানে আসার জন্য মন চাইত। প্রথম বিএফডিসিতে এসেছিলাম ‘এক বুক ভালোবাসা’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এত মানুষ একসঙ্গে দেখে আমি ভড়কে গিয়েছিলাম। কিন্তু সবাই আমার অনেক দেখাশোনা করেছিলেন। কেউ আমার চুল ঠিক করে দিয়েছিলেন, কেউ বা আমার পোশাক। সবাই আমাকে হিরো হিরো বলেও ডাকছিলেন। আজও সবার সেই ভালোবাসার কথা আমার মনে আছে।
প্রথম প্রেম
আমার বন্ধুর বড় বোন। আপুর প্রতি আমি ক্র্যাশ খেয়েছিলাম। কিন্তু কথাটা তাঁকে কোনো দিন বলতে পারিনি।