কলকাতা চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ছবি

শুরু হতে যাচ্ছে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবার চলচ্চিত্র উৎসবে মোট ৬১টি দেশের ১৪৯টি ছবি স্থান পাবে। যার মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, জাপান, চিন, স্পেন, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ছবি দেখানো হবে। তবে প্রতি বছরের মতো এ বছরও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ছবি। বাংলাদেশের দুটি ছবি অংশ নিচ্ছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব অত্রী ভট্টাচার্য জানিয়েছেন, বাংলাদেশের পরিচালক সুমন ধরের ছবি ‘আমি ও আইসক্রিমওয়ালা’ এবং পরিচালক মনসুর আলীর ছবি ‘সংগ্রাম’ দেখানো হবে। বরাবরই বাংলাদেশের ছবিকে ঘিরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। মোট আটদিন ধরে কলকাতার মোট ১২টি প্রেক্ষাগৃহে চলবে এই চলচ্চিত্র উৎসবের যাবতীয় ছবি প্রদর্শনী। এই চলচ্চিত্র উৎসবে ভারতের ২৩টি ছবি দেখানো হবে। এ বছরও ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভ ছাড়াও অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন, অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বিদ্যা বালানসহ একঝাক বলি এবং টলি অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
বাংলার অ্যাম্বাসাডর হওয়া সত্ত্বেও শাহরুখ খান এই উৎসবের সূচনায় উপস্থিত থাকতে পারবেন না। ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ের কাজে বাইরে থাকার কারণেই উৎসবে অংশ নেওয়া হচ্ছে না তাঁর। চলতি বছরের ২১তম এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য গত বছরের তুলনায় আরো এক কোটি টাকা বাড়তি অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই উৎসবে ১৪৯টি দেশের ১৩৭ জন পরিচালকের ছবি দেখানো হবে। এবারের উৎসবে মূল আকর্ষণ থাকবে হলিউড। এ বছর থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম এবং তথ্যচিত্রেও পুরস্কার প্রদান করা হবে। এই চলচ্চিত্র উৎসবে ৬টি আঞ্চলিক ভাষার ছবি এবং ১৫টি খেলাধুলা বিষয়ক ছবিও স্থান পাবে বলে জানা গেছে।