তারকার প্রথম
আমার প্রিয় লেখক সুকুমার রায় : মিথিলা

সবার জীবনেই প্রথম ঘটনা থাকে। তবে তারকাদের প্রথম ঘটনাগুলো জানার আগ্রহ মানুষের থাকে আরো বেশি। আজ আমরা জানব জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা রশিদ খানের জীবনের উল্লেখযোগ্য কিছু প্রথম ঘটনা।
প্রথম স্কুল
লিটল জুয়েলস স্কুল। স্কুলটি পুরানা পল্টনে অবস্থিত।
প্রথম শিক্ষক
আমার মা শামসুন নাহার রশিদ ছিলেন আমার প্রথম শিক্ষক। মা নিজেও পেশায় শিক্ষক।
প্রথম পারিশ্রমিক
বিটিভিতে ছোটদের একটা গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ৫০০ টাকা পেয়েছিলাম। আমি তখন ক্লাস ওয়ানে পড়তাম। আর প্রথম টিউশনি করে তিন হাজার টাকা পেয়েছিলাম। আমি তখন কলেজে পড়তাম। টাকাটা পেয়ে আম্মুকে দিয়েছিলাম এবং সেখান থেকে আমি নিজেও কিছু টাকা খরচ করেছি।
প্রথম পড়া বই
আমি রূপকথার গল্প পড়তে খুব ভালোবাসতাম। ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড় এবং কমিসক বইগুলো সারা দিনই পড়তাম।
প্রথম প্রেম
আমার প্রিয় লেখক সুকুমার রায়। তাঁর লেখা পড়ে কীভাবে ছন্দ লিখতে হয় সেটা আমি শিখেছি। বলতে পারেন তাঁর জন্য আমি এখনো পাগল। আমার মেয়েকেও আমি সুকুমার রায়ের লেখা বই পড়তে দিয়েছি।
প্রথম দেওয়া সাক্ষাৎকার
আমার করা প্রথম বিজ্ঞাপন ছিল ক্লোজআপ টুথপেস্টের। বিজ্ঞাপনটির প্রচারের পর পর একটা দৈনিকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলাম।
প্রথম পড়া শাড়ি
আমি ক্লাস থ্রি-তে থাকতে প্রথম শাড়ি পরেছিলাম। আর আমার মেয়ে শাড়ি পরেছে মাত্র দেড় বছর বয়সে।