নূহাশের গল্প নিয়ে চলচ্চিত্র ‘ঢাকা পোকালিপ্স’

“মাত্র চার মিনিটের গল্প ‘ঢাকা পোকালিপ্স’। কিন্তু গল্পের গভীরতা অনেক। নুহাশ হুমায়ূনের গল্পটা পড়ে আমার তাই মনে হয়েছে। আমাদের সমাজে এখন কেউ কারো কথা সহজে বিশ্বাস করতে চায় না। একটা খবর শোনার পর একেক বয়সী মানুষের প্রতিক্রিয়া একেক রকম হয়। তারপর সবাই অপেক্ষা করে ফেসুকে কেউ এটা নিয়ে কিছু লিখেছে কি না। সমাজের এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমি নির্মাণ করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা পোকালিপ্স’। কোনো পুরস্কার পাওয়ার জন্য এটা নির্মাণ করিনি, শুধু আমি চাই আমাদের সমাজের সচেতনতা। নুহাশ হুমায়ূনের লেখাটাও এক কথায় চমৎকার।” কথাগুলো বলছিলেন নির্মাতা ফুয়াদ নাসের। গত মে মাসে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং শেষ করেন তিনি। সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য গল্পটি লেখার পাশাপাশি এর চিত্রনাট্য করেছেন নুহাশ হুমায়ূন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে গাঁও প্রোডাকশন্স।
আজ রাতে বঙ্গবিডির ইউটিউব চ্যানেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা পোকালিপ্স’ মুক্তি দিবে। গত পরশু তারা এটার ট্রেলার প্রকাশ করেছে। এতে অভিনয় করেছে শর্মিলী আহমেদ, আবরার, জিয়াউল হাসান, বায়েজিদ, দোয়েলসহ আরো অনেকে।