মাহির নতুন নায়ক আসিফ

চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর ছবিতে জুটি হিসেবে পর্দায় অভিনয় করতে আসছেন নতুন নায়ক আসিফ নূর ও মাহিয়া মাহি। ছবির গল্প লিখেছেন রফিক-উজ-জামান। তবে পরিচালক জানিয়েছেন, ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
পরিচালক জানান, আসছে নভেম্বরেই নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে। এই গল্পে মাহির সঙ্গে আসিফকেই পর্দায় সবচেয়ে বেশি মানাবে। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নিয়ে জুটি। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ ছবির সাইনিং অনুষ্ঠানে হাজির হন আমিন খান, মাহিয়া মাহি ও আসিফ নূর।
মাহিয়া মাহি বলেন, ‘চলচ্চিত্রটির গল্প আমার শোনার সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু এটির নির্মাতা মালেক আফসারী স্যার, তাই তাঁর নির্দেশনায় কাজ করার লোভ সামলাতে পারিনি। আমি তাঁর নাম শুনেই চলচ্চিত্রটিতে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছি। তা ছাড়া আসিফ নতুন, এরই মধ্যে সে দু-একটি ছবিতে কাজ করেছে। আশা করি, তাঁর সঙ্গেও কাজটি ভালো হবে।’
অনুষ্ঠানে প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের সঙ্গে নায়ক, নায়িকা ও পরিচালকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।