শুরু হলো মাহির ‘স্করপিয়ন হাট’

‘হস্তশিল্পের প্রতি আগ্রহ আমার একটিু বেশি। আমরা সাধারণত অনেক মূল্যের ল্যাম্পশেড, ঝাড়বাতি বাসায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আমি সব সময় চিন্তা করতাম একটু শৈল্পিকভাবে এই জিনিসগুলো তৈরি করা যায় কি না। যেমন, আমি একটি ঝাড়বাতি তৈরি করেছি রিকশার চাকা দিয়ে। এটা দেখতেও সুন্দর লাগছে আবার শৈল্পিকও মনে হচ্ছে,’ কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় মাহি তাঁর বন্ধুদের নিয়ে একটি অনলাইন শপের যাত্রা শুরু করেছেন। শপটার নাম দিয়েছেন ‘স্করপিয়ন হাট’। হুট করে শপ উদ্বোধন করলেও ‘স্করপিয়ন হাট’ নিয়ে মাহির চিন্তাভাবনা ছিল অনেক আগে থেকেই। তাই তো নিজের ঘরের ও বন্ধুদের বাসার পরিত্যক্ত অনেক জিনিস তিনি সংগ্রহ করে রাখতেন। একবার মাহির অসুস্থ এক বন্ধুর হাতের ব্যান্ডেজ খোলা হলে সেই পরিত্যক্ত ব্যান্ডেজটাতেও মাহি নানা চিত্রকর্ম করেছিলেন বলে জানান।
আলো-আঁধার নিয়ে খেলতে পছন্দ করেন মাহি। এ কথা মাহিভক্তদের কাছে একেবারে অজানা নয়। কারণ কিছুদিন পরপর মাহি আলো-ছায়ার মাঝে নিজের ছবি ফেসবুকে আপলোড করেন। তাই মাহির স্করপিয়ন হাটে মোমবাতি, বিভিন্ন ধরনের ল্যাম্প পাওয়া যাবে। এগুলো মাহি নিজের হাতে তৈরি করেছেন।
মাহি বলেন, ‘আপাতত অনলাইন শপটি আমি এবং আমার বন্ধু মৌ পরিচালনা করব। আমার অন্য বন্ধুরাও আমাদের সঙ্গে থাকবে। আর যে কেউ অনলাইনে পণ্য কেনার জন্য অর্ডার দিতে পারেন। আসলে আমি আমার পছন্দ অনুযায়ী সবকিছুর ডিজাইন করেছি। আমার ব্যক্তিত্ব, রুচি, ভালোলাগার বিষয়গুলো ফুটে উঠেছে আমার হস্তশিল্পকর্মে।’
www.facebook.com/Scorpion-hut এই ঠিকানায় মাহির অনলাইন শপটি দেখা যাবে। ‘স্করপিয়ন হাট’ শিরোনামে ফেসবুকে একটা ফ্যান পেজও খুলেছেন তিনি। ফেসবুক পেজেও যে কেউ খুব সহজেই পণ্য অর্ডার দিতে পারবেন বলে জানান মাহি।
বর্তমানে মাহি মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।