ফেসবুক আমার ডায়েরি : মাহি

‘আমার কোনো সময়-অসময় নেই। ফেসবুক আমার সব সময় ভালো লাগে। যখন মন চায়, তখনই ফেসবুক ব্যবহার করি। আপনি খেয়াল করবেন, ফেসবুকে আমি মেকআপ ছাড়াই ছবি আপলোড করি। আসলে ফেসবুকে আমি সাধারণ একটি মেয়ে। নিজের যা মন চায়, সেটাই ফেসবুক ওয়ালে লিখতে ভালোবাসি। বলতে পারেন ফেসবুক আমার ডায়েরি।’ ফেসবুক নিয়ে নিজের ভাবনার কথা জানতে চাইলে এভাবে গুছিয়ে কথাগুলো বললেন ঢালিউডের শীর্ষস্থানীয় নায়িকা মাহিয়া মাহি।
আপনি চাইলে তো ডায়েরিও লিখতে পারেন। ফেসবুককে কেন ডায়েরি মনে করছেন? এমন প্রশ্ন শুনে মাহি হেসে বললেন, ‘একটা গোপন ব্যাপার তো আছেই। আসলে ডায়েরি এমন একটা জিনিস, যেখানে মনের কথা লেখা যায়। কিন্তু আমি ডায়েরি লিখতে গেলেই বিপদে পড়ি। কারণ, আম্মু সেটা সহজে দেখতে পারেন। তার পর তো শুরু হয় আমার ওপর ঝড়। তাই ফেসবুকে মনের কথা লেখা আমার জন্য নিরাপদ। ইচ্ছামতো ঘোরাঘুরির ছবিও দিতে পারি। কারণ, আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট নেই। আম্মু আমার লেখাগুলো দেখতে পারেন না।’
আপনি কি আপনার আম্মুকে ভয় পান? এ প্রশ্নের উত্তরে মাহি বললেন, ‘আরে না, আসলে আম্মুকে যেমন আমি ভালোবাসি, আম্মুও আমাকে ভালোবাসেন। আমি তাঁদের একমাত্র সন্তান। আমার কোনো ভাইবোন নেই। তাই আম্মুর সব খেয়াল আমার ওপর। আমি ঘুমিয়ে পড়লেও আম্মু এসে জিজ্ঞাসা করবেন, তোর কি কিছু লাগবে? এ রকম আরো অনেক ঘটনা আছে। আম্মু আমাকে একমুহূর্তও তাঁর চোখের আড়াল করতে চান না। মনে মনে বিষয়টি আমি কিন্তু উপভোগ করি।’
মাহির কথায় বোঝা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে তিনি অনেক খুশি। চলচ্চিত্রেও দিব্যি কাজ করে যাচ্ছেন মাহি। এ মুহূর্তে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অরু চরিত্রে অভিনয় করছেন ২১ বছর বয়সী এই ঢালিউড তারকা।