অভিনেতা পীযূষসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে এফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। যেকোনো সময় তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণে অভিযুক্তরা পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করেছেন। প্রকল্পের বিধি-বিধান অনুসারে মালামাল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার পরিবর্তে চীন থেকে আমদানি করেছেন। এসব নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে এফডিসি তথা সরকারের তিন কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
দুদকের অনুসন্ধানে প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম ও তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যারে বিরুদ্ধে বিধি-বিধান লঙ্ঘন করে চুক্তি বহির্ভূতভাবে অন্য দেশের পণ্য গছানোর সুযোগ করে দেওয়ার প্রমাণ মিলেছে।
পীযূষ বন্দ্যোপাধ্যায় ছাড়া যাঁদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন - মালয়েশিয়ার নাগরিক জন নোয়েল, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল ও প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
২০১৪ সালের শেষে দিকে দুদক এসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক উপপরিচালক হামিদুল হাসান অভিযোগটি অনুসন্ধান করেন।
এর আগে গত আগস্ট মাসে এফডিসির যন্ত্রপাতি ক্রয়ে দুই কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে প্রকল্প পরিচালক কে এম আইয়ুব আলী ও সহকারী প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।