‘সালামি পেয়েছি ৩০ হাজার টাকা’

এখন নতুন জীবনে সুমাইয়া শিমু। কারণ গত ২৮ আগস্ট সুমাইয়া শিমু বিয়ে করেন। তাঁর বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। বিয়ের পর এবারেই প্রথম নিজ পরিবার ছাড়া ঈদ করলেন শিমু।
ঈদের দিন শ্বশুরবাড়িতেই ছিলেন শিমু। শ্বাশুড়ির সঙ্গে রান্না-বান্না করে সময় কাটিয়েছেন। এমন খবরই দিলেন তিনি।
এনটিভি অনলাইনকে শিমু বলেন, ‘আমি সবসময় মা-বাবার সঙ্গে ঈদ করেছি। গত কোরবানির ঈদে আমি বাসা ছাড়া প্রথম দেশের বাইরে মালদ্বীপে ঈদ করেছিলাম। কিন্তু তখন আমার সঙ্গে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। এবারেই প্রথম নতুন একটা ভিন্ন পরিবেশে ঈদ কাটালাম। ভালোই কেটেছে ঈদের দিন। আমি শাড়ি পরেছিলাম। সালামি পেয়েছি ৩০ হাজার টাকা। টাকাটা দিয়ে এখনো কিছু করিনি। জমিয়ে রেখেছি।’
বিয়ের পর আপনার জীবনে কি বড় কোনো পরিবর্তন এসেছে? উত্তরে শিমু বলেন, ‘খুব একটা পরিবর্তন আসেনি। শুধু আমার পরিবার এখন দুটো হয়েছে। নতুন কিছু মানুষ আমার জীবনে যোগ হয়েছে। বলতে পারেন, আমি যে রকম ছিলাম ঠিক সেই রকমই আছি। ঈদের আগে বেশ কিছু নাটকের শুটিং করেছিলাম। আমার বর আমার কাজকে অনেক সম্মান করেন। তাই বিয়ের পর মিডিয়া ছেড়ে দিচ্ছি- এমন ভাবার কোনো কারণ নেই। খুব শিগগির আবার নাটকের শুটিং শুরু করব।’