ভবিষ্যতে সান্তা ক্লজ হবো : কল্যাণ

কাল বড়দিন। বড়দিন উপলক্ষে আগামীকাল এনটিভির ধারাবাহিক অনুষ্ঠান ‘শুভ সন্ধ্যা’তে অতিথি হয়েছেন মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়া। অনুষ্ঠানটি ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে। ‘শুভ সন্ধ্যা’ অনুষ্ঠানে আসার অভিজ্ঞতা, বড়দিনের পরিকল্পনা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন কল্যাণ।
এনটিভি অনলাইন : ‘শুভ সন্ধ্যা’ অনুষ্ঠানে কাল আপনি অতিথি। কেমন লাগছে?
কল্যাণ কোরাইয়া : অসাধারণ। এটা বললাম কারণ, বড়দিনে এনটিভির ‘শুভ সন্ধ্যা’ অনুষ্ঠানে আমি অনেকবার অতিথি হয়েছিলাম। এবারও হয়োছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রতিবার অতিথি হওয়ার অভিজ্ঞতাও ছিল দারুণ।
এনটিভি অনলাইন : বড়দিন উপলক্ষে কাল সারা দিন কোথায় কাটাবেন, কী করবেন?
কল্যাণ কোরাইয়া : গ্রামের বাড়িতে না গেলে সারা দিন বাসায় থাকার পরিকল্পনা করেছি। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের সময় দেবো। মা বড়দিনের বিশেষ খাবার রান্না করবেন। সেগুলো খাওয়ার জন্য এখন থেকে অপেক্ষা করছি। এ ছাড়া রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তেজগাঁও হলি রোজারিও গির্জায় থাকার ইচ্ছা আছে। বড়দিনে গির্জায় আমি সব সময় যাই। এটা মিস করি না কখনো। তবে ঢাকার থেকে আমাদের দেশে গ্রামেগঞ্জে বড়দিনের অনেক অনুষ্ঠান হয়।
এনটিভি অনলাইন : গ্রামে কী ধরনের অনুষ্ঠান হয়?
কল্যাণ কোরাইয়া : অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কীর্তন হয়। বিভিন্ন জায়গায় ছোট ছোট পিকনিক হয়। ঢাকাতে নিজেদের বাসায় ও গির্জাগুলোতে শুধু আনন্দ হয়।
এনটিভি অনলাইন : সান্তা ক্লজ নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি আছে?
কল্যাণ কোরাইয়া : আমার পরিচিত এক আঙ্কেল প্রায় সান্তা ক্লজ হতেন। গির্জায় আঙ্কেল যাওয়ার আগেই আমি তাঁর কাছ প্রথম উপহার নিতাম। অনেক চকলেট নিয়েছি। ছোটবেলায় সান্তা ক্লজের আশপাশে থাকতে খুব পছন্দ করতাম। মাঝেমধ্যে মনে হয়, বুড়ো হলে ভবিষ্যতে সান্তা ক্লজ হবো। সবাইকে বড়দিনে চকলেট ও অনেক উপহার দেবো।
এনটিভি অনলাইন : বড়দিনে উপলক্ষে কোনো নাটক কি প্রচারিত হবে?
কল্যাণ কোরাইয়া : নাটক করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত করার সুযোগ পাইনি। কারণ লম্বা সময় আমেরিকায় ছিলাম। আমেরিকা থেকে এসেই আবার শ্রীমঙ্গলে গিয়েছিলাম।
এনটিভি অনলাইন : আমেরিকায় কেন গিয়েছিলেন?
কল্যাণ কোরাইয়া : দীপ্ত টিভির একটা সিরিয়ালের শুটিং সেখানে হয়েছিল। ৫২ পর্বের নাটকের শুটিং করেছি। এর পরের পর্বগুলো শুটিং দেশে শিগগির শুরু হবে। আর শ্রীমঙ্গলে সুমন আনোয়ার পরিচালিত একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছি। নাটকটিতে অটিস্টিক তরুণের ভূমিকায় আমি অভিনয় করেছি। নাটকে দেখা যাবে আমি অটিস্টিক হলেও আমার বিশেষ মেধা ও শক্তি থাকে।
এনটিভি অনলাইন : আমেরিকায় কি প্রথমবার শুটিং করার অভিজ্ঞতা হলো?
কল্যাণ কোরাইয়া : না। এর আগে খালেদ মাহমুদ মিঠুর নতুন একটি ছবির জন্য কিছু শুটিং করেছিলাম। ছবির একটা গানেরও শুটিং হয়েছিল। আমার সঙ্গে কলকাতার এক অভিনেত্রী অভিনয় করেছিলেন। তাঁর নাম পূজা কর। মিঠু ভাই মারা যাওয়ার পর ছবির কাজ স্থগিত হয়ে আছে। তাঁর ছেলে যদি ছবিটির শুটিং শেষ করতে চান, কখনো তাহলে হয়তো হতেও পারে। মিঠু ভাইকে সব সময় মনে পড়ে।
এনটিভি অনলাইন : নতুন বছরে আপনার কাজের পরিকল্পনা কী?
কল্যাণ কোরাইয়া : বছরের শুরুতে বেশ কিছু ধারাবাহিক নাটকের প্রচার শুরু হবে। এ ছাড়া আরো বেশ কিছু নাটকের শুটিং দেশের বাইরে হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি নিচ্ছি। আর এ মাসে নতুনভাবে কোনো কিছুর শুটিং করছি না। নিজেকে ও পরিবারকে সময় দিচ্ছি। সামনে আমার কাজিনের বিয়ে। তাঁর সঙ্গেও সময় কাটাচ্ছি।