কলকাতায় যাচ্ছেন মৌসুমি

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে মৌসুমি হামিদ অভিনয় করছেন বড়পর্দায়। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে শাকিবের বিপরীতে কাজ করছেন তিনি। আগামীকাল পরিচালক সাফি উদ্দিন সাফি, শাকিব খান ও জয়ার সঙ্গে কলকাতায় যাচ্ছেন মৌসুমি। ছবিতে শাকিবের সঙ্গে একটি গানের শুটিংয়ের জন্যই কলকাতায় যাওয়া তাঁর।
এনটিভি অনলাইনকে মৌসুমি হামিদ বলেন, ‘প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে গানের শুটিং করতে যাচ্ছি। গানটিতে আমার পোশাক হবে আধুনিক। প্রস্তুতি ভালোভাবে নিচ্ছি। আশা করছি, পর্দায় শাকিব আর আমার কেমিস্ট্রি সবার ভালো লাগবে।’ গানটির শুটিং কলকাতায় হবে বলে জানান মৌসুমি।
এদিকে, আগামী ৭ আগস্ট মুক্তি পাবে সাফি উদ্দিন সাফির পরিচালনায় মৌসুমি অভিনীত প্রথম ছবি ‘ব্ল্যাকমানি’। প্রথম ছবি মুক্তি নিয়ে একটুও চিন্তিত নন এই অভিনেত্রী।
মৌসুমি বলেন, ‘চিন্তা হচ্ছে না, বরং আমি খোশমেজাজে আছি। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটি সবার নজর কাড়বে বলে আমার বিশ্বাস।’
কলকাতা থেকে ঢাকায় ফিরবেন কবে—প্রশ্ন করতেই মৌসুমি বলেন, ‘৫ আগস্ট আমি ঢাকায় ফিরব। ফিরেই ছবির প্রমোশনালে অংশ নেব। ছবির ট্রেইলার ইউটিউবে ছাড়ার পর থেকে অনেক সাড়া পাচ্ছি।’