বাহুবলিকে ছুঁতে পারছে না বজরাঙ্গি ভাইজান

বলিউডে বাণিজ্যই প্রধান। বিশাল বাজারে কোনো ছবি মুক্তি পাওয়ার পর সেটা কাঙ্ক্ষিত সাফল্য পেল কি না, তা নিয়ে চিন্তায় থাকেন সবাই। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ছবি ‘বাহুবলি’ আর ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ‘বজরাঙ্গি ভাইজান’-এর কল্যাণে এ মাসে বলিউড বেশ চাঙ্গা।
বলিউডের বাজার-বিশ্লেষকরা বলছেন, ‘বজরাঙ্গি ভাইজান’ এগিয়ে যাচ্ছে ব্লকবাস্টার হিটের দিকে। তবে ‘বাহুবলি’কে ধরা হয়তো সম্ভব হবে না সালমান খানের এই ছবির পক্ষে। কারণ, মুক্তির মাত্র নয় দিনের মাথায় ৩০০ কোটি রুপি আয় করেছে ‘বাহুবলি’।
আর মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি রুপি তুলে নিয়েছে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’। এটি হচ্ছে সালমানের অষ্টম ছবি, যা ১০০ কোটি রুপি আয় করল।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এসএস রাজমৌলি পরিচালিত ‘বাহুবলি’র তেলেগু সংস্করণ আয় করেছে ২৫৭ কোটি রুপি। আর হিন্দি ডাবিংকৃত ভার্সন দুই সপ্তাহে আয় করেছে ৫০ কোটি রুপি।
সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর জয়রথ চললেও বাহুবলির সাফল্য ধরা বেশ কঠিনই হবে। কারণ, ভারতজুড়ে ‘বাহুবলি’ মুক্তি পেয়েছে চারটি ভাষায়—তেলেগু, তামিল, মালায়লাম ও হিন্দি। বেঙ্গালুরুতে ছবিটি মুক্তি পেয়েছে ইংরেজি সাবটাইটেলসহ।
ফোর্বস ম্যাগাজিন বলছে, এতগুলো ভাষায় রিলিজ পাওয়ার কারণে মাত্র দুই দিনেই ১০০ কোটি রুপি আয় করে ছবিটি। আর আট দিনের মাথায় ৩০০ কোটি রুপি আয় করে।
বলিউড বিশ্লেষকরা বলছেন, দুটি ছবিই সমানতালে ব্যবসা করছে, কেউ কারো পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না, এটা বলিউডের জন্য ভালো লক্ষণ।