আসছে অগ্নি-২
জাজকে শর্ত দিলেন মাহি

নায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল। সম্পর্ক খারাপ হওয়ার পর এবারই প্রথম দুই পক্ষকে একসঙ্গে দেখা গেল এক সংবাদ সম্মেলনে। অবশ্য সেটা প্রয়োজনেই। গতকাল ১৩ জুলাই সোমবার এফডিসির ফজলুল হক অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন হয়। উদ্দেশ্য, সবাইকে জানানো যে ঈদে মুক্তি পেতে যাচ্ছে অগ্নি-২। অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও মাহিয়া মাহি ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার নায়ক ওম।
সংবাদ সম্মেলনের শুরু থেকেই একটি বিষয় খুব জোরালোভাবে জাজের কর্ণধার আবদুল আজিজ ঘোষণা দেন, অগ্নি-২ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না। মাস দুয়েক আগে তথাকথিত ভিডিও এবং নানা ঘটনার পরিপ্রেক্ষিতে মাহিকে জাজ থেকে বের করে দেওয়াসহ নানা ধরনের অপবাদ দিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ নিজেই । সেসব ঘটনার পর গতকালই প্রথম মাহিকে সঙ্গে নিয়ে এক মঞ্চে ওঠেন আজিজ এবং ছবি ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না বলে জানিয়ে দেন। এ বিষয়ে নায়িকা মাহিয়া মাহি অবশ্য সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি। শুধু এক প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘এখন পর্যন্ত জাজে ফেরার ব্যাপারে কিছুই আমি জানি না। এ ছাড়া এ ব্যাপারে আমার কোনো ধারণাও নেই। ভবিষ্যতেই সব প্রশ্নের উত্তর মিলবে। তারা যদি আমার শর্ত পূরণ করে তাহলে অবশ্যই কাজ করব।’
ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘অগ্নি ছবিতে আমাকে দর্শক যেভাবে দেখেছে অগ্নি-২ ছবিতে দর্শক তার থেকে একটু আলাদা এবং বেশ অ্যাকশন মুডে দেখবে। কারণ এ ছবিতে আমি ফাইটের জন্য সাত দিন আলাদাভাবে সময় নিয়ে ফাইট শিখেছি। এরপর ছবিতে অভিনয় করেছি। এ ছাড়া অগ্নি-২ ছবির গল্প তো মৌলিক। এর সঙ্গে কোনো ছবির কোনো ধরনের মিল পাবে না দর্শক।’
সংবাদ সম্মেলনে মাহির উল্টো শর্ত ছুড়ে দেওয়ার প্রত্যুত্তরে আবদুল আজিজ বলেন, ‘মাহির সঙ্গে একটি তৃতীয় পক্ষের কারণে আমাদের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। এরপর যখন আমরা বিষয়গুলো নিয়ে একে অপরের সঙ্গে কথা বললাম তখন বিষয়গুলো আমাদের কাছে স্পট হয়ে গেল। মাহির কাছে জাজের নতুন ছবি নিয়ে কথা হচ্ছে। আশাকরি খুব শিগগিরই মাহি জাজের নতুন ছবিতে অভিনয় করবে।’
গতকাল দুপুর ২টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও কলকাতার নায়ক ওম বেলা সাড়ে ৩টায় এসে সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি আসলে খুবই এক্সাইটেড। যেভাবে ছবির প্রচার-প্রচারণা চলছে, এতে আমি খুবই আশাবাদী। এ ছাড়া এ ছবি তো যৌথ প্রযোজনার কাজ। ছবির শুটিংয়ের সময় সবাই যেভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেছেন তা না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না। দর্শকদেরও ভালো লাগবে। সেই সঙ্গে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও তৈরি হবে। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার নতুন কিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আশা করি আপনাদের জানাতে পারব।’
অগ্নি-২ ছবির অভিনেতা অমিত হাসান বলেন, ‘যৌথ প্রযোজনায় ছবি বানালেই দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে বিষয়টি কিন্তু তেমন নয়। ছবিতে ভালো কাহিনী থাকতে হবে। অগ্নি-২ ছবির কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার পর আশা করি বুঝতে পারবে। এ ছাড়া কলকাতার নায়ক ওমের এ ছবির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয়তাও বাড়বে। এ ছাড়া মাহির কথা না হয় নাই বললাম। সে যে ভালো অভিনয় করে বা তার যে দর্শকপ্রিয়তা রয়েছে- এ বিষয়ে আর নতুন করে কী বলব? এ ছাড়া ছবির গানগুলো ইতিমধ্যেই বেশ হিট হয়েছে। এ ছাড়া ছবির গল্প, চিত্রনাট্যের পাশাপাশি ছবির মেকিং অসাধারণ হয়েছে।’
বাংলাদেশ এবং ভারতের ব্যয়বহুল ছবি ‘অগ্নি-২’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। ‘অগ্নি’র মতো ‘অগ্নি-২’ ছবিটি নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। বিপরীতে রয়েছে কলকাতার ওম। এদিকে ঈদে মুক্তির পর পরই বিশ্বের আরো আটটি দেশে প্রদর্শিত হবে ‘অগ্নি ২’। ‘ঈদের পর আগামী ১৪ আগস্ট থেকে ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হবে ছবিটি।