‘রাজাবাবু’র শুটিংয়ে আহত খলনায়ক সাংকু পাঞ্জা

বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের চিত্রায়ণের সময় আহত হয়েছেন খলনায়ক চরিত্রে অভিনয়কারী শিল্পী সাংকু পাঞ্জা। এই দুর্ভাগ্যজনক ঘটনা গতকাল সোমবার বেলা ৩টার দিকের। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।
এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে কয়েকশ মানুষের একটি জটলা। সাংকু পাঞ্জার ২০ জনের একটি দল হাতে অস্ত্র নিয়ে এসেছে নায়ক শাকিব খানের বাড়িতে। কারণ, যুদ্ধের ময়দানে শাকিব যায়নি। ভয় পেয়ে নিজের বাড়িতে লুকিয়ে আছে। এমন সময় শাকিব এলে বাতাসেই সবাই উড়ে যায়। সব গুণ্ডা বাতাসে উড়ছে, এমনই একটি দৃশ্যধারণের সময় দড়ি ছিঁড়ে ঘটে এ দুর্ঘটনা।
ফাইট ডিরেক্টর আরমান বলেন, ‘আমরা যে প্রযুক্তি নিয়ে কাজ করি, তা অনেক পুরোনো। এ কারণে সব সময়ই অ্যাক্সিডেন্টের ভয় আমাদের মধ্যে কাজ করে। এর পরও আমরা চেষ্টা করি যেন কোনো ঝামেলা না হয়। ক্রেনের মাথায় একটি দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতে গিয়ে দড়িটা ছিঁড়ে মূলত এ দুর্ঘটনা ঘটেছে।’
বদিউল আলম খোকন এনটিভি অনলাইনকে বলেন, “এই কাজ আমাদের টাঙ্গাইলের মহেড়া জমিদারবাড়িতে করার কথা ছিল। সেখানে গত সপ্তাহে শুটিং করতে গিয়েছিলাম শাকিব, অপু, ববিসহ পুরো ইউনিট নিয়ে। কিন্তু একদিন শুটিং করার চেষ্টা করে শুটিং না করেই ফিরে আসতে হয়েছে। কারণ, সেখানে উন্নয়নকাজ চলছে। দেখা যায় কোথাও বাঁশের মাচা বেঁধে রং করা হচ্ছে, আবার কোথাও প্লাস্টার ভেঙে নতুন করে প্লাস্টার করা হচ্ছে। যেখানেই ফ্রেম ধরি সেখানেই ‘উন্নয়নের ছোঁয়া’ লেগে যায়। বাধ্য হয়েই চলে এসেছি। সেখানে যে মারামারির দৃশ্য করার কথা ছিল, যেটা এখন এফডিসিতে সেট ফেলে করতে হচ্ছে। এখানে জায়গা কম, যে কারণে সব ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে সমস্যা হয়। সাংকু পাঞ্জা এখন ভালো আছেন। আশা করি, কয়েক দিনের মধ্যেই তিনি আবার কাজে ফিরতে পারবেন।”
প্রতি ঈদে বদিউল আলম খোকন তৈরি করে থাকেন বড় বাজেটের তারকাবহুল ছবি। এই রোজার ঈদে তিনি কোনো ছবি মুক্তি না দিলেও আগামী কোরবানির ঈদের জন্য তৈরি করছেন তারকাবহুল ছবি ‘রাজাবাবু’। এ ছবিতে শাকিব, অপু ও ববি ছাড়া আরো অভিনয় করছেন উজ্জ্বল, দিতি, ওমর সানী, শাহনূর, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, প্রবীর মিত্র, সুব্রত, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।