বিদ্যা বালান আমার অভিনয় নিয়ে দারুণ কথা বলেছেন : জয়া

কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার শহর’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটিতে অন্নপূর্ণা দাস নামের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটিতে জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মন্তব্য প্রকাশিত হয়েছে কলকাতাকেন্দ্রিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেই প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন জয়া।
এনটিভি অনলাইন : বিদ্যা বালান আপনার অভিনয়ের প্রশংসা করেছেন। কেমন লাগছে আপনার?
জয়া আহসান : ‘ভালোবাসার শহর’ ছবিটি নিয়ে অনেকেই নানাভাবে আমার প্রশংসা করেছেন। তবে আজ সকালে পত্রিকায় যখন দেখলাম, বিদ্যা বালান আমার অভিনয় নিয়ে দারুণ কিছু কথা বলেছেন, তখন আমার মনের ভেতর অন্য রকম অনুভূতি তৈরি হয়েছিল। শুধু আমাকে নিয়েই নয়, ছবিটিও নিয়ে চমৎকার একটা রিভিউ করেছেন বিদ্যা বালান। তাঁর প্রশংসা পেয়ে সত্যিই ভালো লেগেছে।
এনটিভি অনলাইন : আপনার সঙ্গে বিদ্যা বালানের তো পরিচয়ও আছে...
জয়া আহসান : সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’ ছবির প্রচারণার সময় আমি কলকাতায় গিয়েছিলাম। ছবির অন্য সব শিল্পীর সঙ্গে আমিও ছবির প্রচারে অংশগ্রহণ করি। সে সময় বিদ্যা বালানের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তখন আমরা বেশ কিছুক্ষণ আলাপ করেছিলাম।
এনটিভি অনলাইন : প্রথম পরিচয়ে বিদ্যা বালানের সঙ্গে আপনার কী কথা হয়েছিল?
জয়া আহসান : বিদ্যা বালান আমার প্রিয় অভিনেত্রী। তাঁকে আমি বলেছিলাম, আমি আপনার অভিনয় অনেক পছন্দ করি। তখন বিদ্যা বালান বলেছিলেন, ‘আমিও তোমার অভিনয় দেখেছি। খুব ভালো অভিনয় করো তুমি। আমরা দুজন দুজনার ভক্ত। অথচ আমরা কেউ এটা জানি না।’ এর পর আমার অভিনীত ‘বিসর্জন’ ছবিটি তিনি দেখবেন বলেও আমাকে তখন জানিয়েছিলেন।
এনটিভি অনলাইন : এবার অন্য প্রসঙ্গে আসি। সেরা অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি পেয়েছেন। কেমন লাগছে আপনার?
জয়া আহসান : দর্শকের ভালোবাসা আমার জীবনের অনেক বড় পুরস্কার। যখন অভিনয়ের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া যায়, এটাও অনেক আনন্দের খবর।