যে কারণে ঈদে মুক্তি পাচ্ছে না ‘আরো ভালোবাসবো তোমায়’

এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন আর মুক্তি পাচ্ছে না ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টিওটি ফিল্মস। ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটির মুক্তি পেছানোর কারণে এবার ঈদের ছবি কমে দাঁড়াবে তিনটিতে।
ছবির সহকারী পরিচালক মহানি মানিক বলেন, ‘আমরা এখনো ছবিটির মুক্তির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারিনি। কালার গ্রেডিংয়ের জন্য ছবিটি পাঠানো হয়েছে ভারতে। আর এই ঈদের আগে ছবিটি ভারত থেকে ফেরত আসবে না। আর আমরাও কালার গ্রেডিং ছাড়া ছবিটি মুক্তি দেব না। সময়স্বল্পতা আর মান ধরে রাখার কারণেই এবার ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না। তাই আমরা ছবিটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেই।’
কবে মুক্তি পাবে ছবিটি এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘আজ রাতে আমরা একটি বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে মনে হয় কোরবানির ঈদের আগেই ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।’