শাহরুখ ভক্তের ভূমিকায় শাহরুখ খান

ভক্তের ভূমিকায় শাহরুখ খান। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস
শাহরুখ খানের নতুন ছবি ‘ফ্যান’। এই ছবিতে একজন শাহরুখ ভক্তের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান নিজেই। ছবিটির প্রথম টিজার ছাড়া হয়েছে ইউটিউবে। আর শাহরুখ খান টুইটারে নিজের ছবির প্রচারণা শুরু করেছেন জোরেসোরে। এ খবর জানিয়েছে এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
urgentPhoto
এক টুইটে বলিউড বাদশা শাহরুখ লিখেছেন, ‘আশা করি এই ছবিতে আপনারা নিজেদের খুঁজে পাবেন। এখানে আমি আপনাদের একজনের ভূমিকায় অভিনয় করেছি যাঁরা তারকা তৈরি করেন। আপনারা যাঁরা আমাকে তৈরি করেছেন আমি আপনাদের ভক্ত।’
৬৩ সেকেন্ডের এই টিজারে দেখা যাবে শাহরুখের জন্য ভক্তদের প্রবল উন্মাদনার একটি খণ্ডচিত্র। আর এর পরই ভক্তের ভূমিকায় স্বয়ং শাহরুখ। ছবিতে শাহরুখের এই ভক্তের নাম গৌরব। ছবিটি পরিচালনা করেছেন মণীষ শর্মা। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী বছরের ১৫ এপ্রিল মুক্তি পাবে।