সেন্সর বোর্ডে ‘মাটির পরী’

সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’ আজ ৮ জুলাই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বোর্ডের ছাড়পত্র পেলে এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতা দর্শক দেখতে পাবেন নায়ক সাইমন ও নায়িকা মৌমিতা মৌ জুটিকে। এর আগে এই জুটি ‘তুই শুধু আমার’ ছবিতে কাজ করেছেন।
চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘ছবিটা খুব ভালো হয়েছে। ছবিতে দেখা যাবে যে আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করতে চাই কিন্তু মেয়েটি আমাকে পাত্তা দেয় না। তাকে দেখানোর জন্য আমি অন্য একটা মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করি এবং এটা দেখে ওই মেয়েটি আমার প্রতি দুর্বল হতে থাকে। আসলে পুরো ছবিটাই কৈশোর জীবনের নানা ঘটনা নিয়ে। দর্শক মজা পাবে এমন অনেক কিছুর সমন্বয়ে তৈরি হয়েছে এই ছবি।’
নায়িকা মৌমিতা বলেন, ‘নায়ক সায়মনের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। আমাদের বোঝাপড়াটা খুব ভালো। এই ছবিতে সাইমন খুব দুষ্টু প্রকৃতির একটি ছেলে। সে মোবাইল ফোনের দোকান থেকে আমার চাচাতো বোনের নম্বর নিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি আমার জানা ছিল না। ঘটনাচক্রে আমার সাথে সাইমনের প্রেম হয়ে যায়। এই নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের সমস্যা। অনেক মজা আছে এই ছবিতে, দর্শক দেখে মজা পাবে।’
হাস্যরসাত্মক গল্পের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে এ সিনেমায়। মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত এ সিনেমার গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুদীপ কুমার দীপ ও এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
সাইমন সাদিক ও মৌমিতা মৌ ছাড়াও এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, সুব্রত, বনশ্রী, রেবেকা, মুক্তা হাসান, শিশির আহমেদ, নবাগত সাদিয়া ইসলাম লামিয়া প্রমুখ।