বিয়ের পর শহিদ-মিরার ইফতার পার্টি

রূপালি পর্দায় বহুবার বিয়ে করেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। কিন্তু এবার আর অভিনয় নয়, একেবারে পাঞ্জাবি ঐতিহ্যের সব রীতিনীতি মেনেই বিয়ে করলেন মিরা রাজপুতকে। এনডিটিভির বরাতে এই খবর শুধু জানা নয়, দেখাও গেল, কারণ সেলিব্রেটি বলে কথা। সামাজিক যোগাযোগের বিপ্লবের দিনে ছবি কি আর চেপে রাখা যায়? ওহ, জানিয়ে রাখি শহিদ কাপুরের বয়স হলো ৩৪, আর কনে মিরার বয়স হলো ২১। মঙ্গলবার তাঁদের বিয়ে সম্পন্ন হয় নয়াদিল্লিতে।
বিভিন্ন গণমাধ্যমে এরইমধ্যে শহিদের বিয়ে নিয়ে হৈচৈ পড়ে গেছে। আর ‘শহিদ কাপুর লাভারজ’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আজ পোস্ট করা হয় শহিদ কাপুর ও মিরা রাজপুতের বিয়ের ছবি। সেখানে মন্তব্য করা হয়- “হিয়ার ইট ইজ- এট শহিদ কাপুর অ্যান্ড মিরা রাজপুত ওয়েডিং পিকচার! শহিদ কি শাদি। রাইট অ্যান্ড মেক সাম নয়েজ! উই আর ইন হেভেন!”
শহিদ বিয়ে করেছেন এটি ছেলে ভক্তদের জন্য স্বর্গযাপনের মতো সুখের হলেও, তরুণী ভক্তদের নিশ্চয় মন ভেঙে গেছে! অবশ্য এর আগে বলিউড নায়িকা, যারা শহিদের প্রেমিকা ছিলেন তাঁদের কি মন ভাঙেনি? এই খবর তো উনারাই দিতে পারবেন! কিন্তু বিয়ের আগে যে খবর রটেছিল সকল সাবেক প্রেমিকাই হাজির থাকবেন শহিদের বিয়েতে, সেটা বোধহয় হয়নি। কারণ বেশ রাখঢাক ও গোপনে বিয়ে সম্পন্ন হলো শহিদ ও মিরার। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাড়া কেউ আমন্ত্রণ পাননি বলিউড নায়কের এই বিয়েতে।
বিয়ের আনুষ্ঠানিকতার পর গুরগাঁওয়ে অবস্থিত দি ওবেরয় হোটেলে আয়োজন করা হয় ইফতার পার্টির। সেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ৫০০। ভিন্ন অনুষ্ঠানে নিশ্চয় বলিউডের তারকা মিত্র ও শত্রু (!), সবাই আমন্ত্রিত হবেন। তবে আজকে নয়। আজ দিনটি শুধুই শহিদ ও মিরার পরিবারের দিন। নব দম্পতিকে অবশ্য তাই বলে শুভেচ্ছা জানাতে ভোলেননি অনেক বলিউড তারকা। সেসব খবর তো আপনাদের অজানা নয়!