সালমানের প্রযোজনায় আসছে হিরো

সালমান খানের প্রযোজনায় আসছে নতুন ছবি ‘হিরো’। অনেক কারণে ছবিটি এখন আলোচিত, মুক্তি পাওয়ার আগেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হিরো ছবির ফার্স্ট লুকের একটি পোস্টার টুইটারে প্রকাশ করেছেন সালমান খান স্বয়ং। সালমানের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন পরিচালক সুভাষ ঘাই। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই খবর এখন হটকেকে পরিণত হয়েছে। কারণ? চলুন জেনে নেই কী এমন ‘ফ্যাক্টর’ কাজ করছে ‘হিরো’ ছবিতে।
১৯৮৩ সালে জ্যাকি শ্রফ এবং মীনাক্ষি শিশাদ্রিকে নিয়ে সুভাষ ঘাই নির্মাণ করেছিলেন ‘হিরো’। সেই ছবিরই রিমেক এবার পরিচালনা করেছেন নিখিল আদভানি। এই ছবির মাধ্যমে বলিউড যাত্রা শুরু হচ্ছে আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ পাঞ্চোলি এবং সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠির।
এর আগে অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার দায়ে জেলে যেতে হয়েছিল তাঁর প্রেমিক সুরাজকে। সে মামলা মাথায় নিয়েই সালমানের হাত ধরে বলিউডে ডেব্যু হতে যাচ্ছে সুরাজের।
প্রয়াত জিয়া খানের প্রেমিক ও সন্দেহভাজন আসামি সুরাজের সঙ্গে বলিউডের একসময়ের ‘হিম্যান’ তনয়া আথিয়ার রসায়ন কেমন জমবে সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। কারণ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৪ সেপ্টেম্বরে।