সালমানের সঙ্গে আবার কাজ করতে চান করণ

বলিউডে খানদের সঙ্গে কাজ করতে চান না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। নায়িকা-পরিচালক কিংবা প্রযোজক সবারই মনের মধ্যে ইচ্ছ থাকে সুযোগ পেলে অন্তত একবার খানদের কারো সঙ্গে কাজ করা। কারণ বলিউডে ‘খান’ মানেই আলোচনা, ‘খান’ মানেই হিট।
খানদের মধ্যে অন্যতম আলোচিত সালমান খান। সেই সালমানের সঙ্গেই কাজ করতে আগ্রহ প্রকাশ করলেন আলোচিত পরিচালক করণ জোহর। তাঁরা যে কাজ করেননি তা নয়। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া করণ জোহরের সুপারহিট ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে অল্প সময়ের জন্য শাহরুখ আর কাজলের সঙ্গে পর্দায় এসেছিলেন সালমান খান।
এরপর আর ব্যাটে-বলে হয়নি বলে কাজ করা হয়নি সালমান-করণের। শেষমেশ করণের ধর্মা প্রোডাকশনসের ‘শুদ্ধি’ ছবিতে অভিনয়ের কথা হয়েছিল। কিন্তু তা আর হয়নি।
বার্তা সংস্থা এএনআইকে করণ জানিয়েছেন, “আমার প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে আমি আর সালমান সবশেষ একসঙ্গে কাজ করেছিলাম। যদিও সালমানের অংশটা খুবই ছোট ছিল কিন্তু তারপরও সালমানের সঙ্গে কাজ করাটা ছিল সম্মানের। আমার দেখা একজন সেরা মানুষ এবং অভিনেতা সালমান।”
করণ জোহর সর্বশেষ ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি পরিচালনা করেছিলেন। সেই ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। আর করণের প্রযোজনায় বহুল আলোচিত ‘শুদ্ধি’ ছবিতে অভিনয় করছেন সেই ছবিরই আবিষ্কার বরুণ-আলিয়া।