এখনো শঙ্কামুক্ত নন রাজ্জাক

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি নায়করাজ রাজ্জাকের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়।
রোববার রাতে এনটিভি অনলাইনকে রাজ্জাকের ছেলে সম্রাট বলেন, ‘আব্বা এখন ভালো আছেন। আমি এই মাত্র হাসপাতাল থেকে এলাম। ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আব্বাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। বর্তমানে ডা. আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে তিনি আছেন। আপনারা আব্বার জন্য দোয়া করবেন।’
তবে সোমবার দুপুরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন নায়করাজ।
৭২ বছর বয়সী বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের নায়ক অনেক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গত বছর মার্চে তাঁর ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার সেটে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন হাসপাতালে থেকে তিনি বাসায় আসেন আবার এক সপ্তাহের মাথায় তাঁকে স্কয়ারে ভর্তি করতে হয়েছিল। এক বছর ধরে ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। প্রায় এক বছর তিনি অভিনয় থেকেও দূরে আছেন।