‘রাজাবাবু’র পর ‘জান্নাতে’ শুরু হলো ‘এক মিনিট’

পুবাইলে নায়ক শাকিব খানের শুটিং স্পট ‘জান্নাত হাউসে’ আজ শুরু হয়েছে ‘এক মিনিট’ ছবির শুটিং। গত ২৬ জুন এই ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও একই স্পটে ‘রাজাবাবু’ ছবির শুটিং থাকায় ‘এক মিনিট’ ছবির শুটিং পেছানো হয়। এদিকে, টানা ১৭ দিন শুটিং করে প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছে ‘রাজাবাবু’। আজ ১৮তম দিনে এই ছবির শুটিং চলছে আফতাবনগরে। পরিচালক বদিউল আলম খোকন জানিয়েছেন, এই ছবির শুটিং চলবে টানা ৪৫ দিন। ‘রাজাবাবু’ ছবিটি নির্মাণ হচ্ছে আগামী ঈদুল আজহার জন্য। এ ছবিতে অভিনয় করছেন শাকিব ও অপু বিশ্বাস।
অন্যদিকে, রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ চলচ্চিত্রে শিরীন শিলার বিপরীতে অভিনয় করছেন তানভীর তনু। এ ছাড়া আরো অভিনয় করছেন অর্পণ সাইদ, তিথী, ইভানা, অমিত হাসান, মিজু আহমেদ, শিবা সানু ও ডি জে সোহেল।
শুটিং প্রসঙ্গে পরিচালক রাজু চৌধুরী বলেন, ‘এর আগে সাভারে এ সিনেমার শুটিং করেছি ১০ দিন। এ সিনেমায় মোট ছয়টি গান থাকছে। আজ শুটিংয়ে অংশ নিয়েছেন শিরীন শিলা, তানভীর তনু, অমিত হাসানসহ আরো কয়েকজন।’
সিনেমার গল্প প্রসঙ্গে শিরীন শিলা বলেন, “‘এক মিনিট সিনেমার গল্পে আমাকে গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে শহরের এক ছেলের চরিত্রে দেখা যাবে তনুকে। একটা সময় তনুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। প্রেম করার অপরাধে বাবা বাড়িতে আটকে রাখেন। এ নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।”
‘এক মিনিট’ ছবিতে শিলা ও তনু ছাড়া আরো অভিনয় করছেন অর্পণ সাইদ, তিথী, ইভানা, অমিত হাসান, মিজু আহমেদ, শিবা সানু ও ডি জে সোহেল।