‘বাহুবলি স্বাধীনভাবে স্বপ্ন দেখতে শিখিয়েছে’

ভারতের চলচ্চিত্রের ইতিহাসে ‘বাহুবলি’ সিরিজ সর্বাধিক ব্যবসাসফল ছবি। বাহুবলির প্রথম কিস্তি যতটা ব্যবসায়িক সাফল্য পেয়েছে, তার চেয়ে বেশি ব্যবসা করছে ছবিটির দ্বিতীয় কিস্তি। আর এ দুই কিস্তিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রানা দাগুবতি। ছবির এমন সাফল্যের পর স্বভাবতই রানা দাগুবতি আনন্দে ভাসছেন। সেই সঙ্গে দক্ষিণের চলচ্চিত্রে তাঁর চাহিদা বেড়ে গেছে। সম্প্রতি তিনি ফিল্মফেয়ারে এক সাক্ষাৎকারে বাহুবলির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
‘বাহুবলি টু : দ্য কনক্লুশন’-এর দর্শক প্রতিক্রিয়া তো অভূতপূর্ব।
রানা দাগুবতি : এটি চমৎকার হয়েছে। এ পর্যন্ত চলচ্চিত্রটি সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। চলচ্চিত্রের যোগ্যতাই এটিকে এগিয়ে নিয়েছে।
প্রথম দিন ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি কি এমনটা অনুমান করেছিলেন?
রানা দাগুবতি : যদি আমরা টাকা-পয়সার চিন্তা করতাম, তাহলে কখনোই এই ছবি নির্মাণ করতাম না। আসলে সব সময় ছবি ওভাবে তৈরি হয় না। প্রযোজক, পরিচালক এবং অভিনেতা একসঙ্গে মিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় যুদ্ধের ছবি তৈরির স্বপ্ন দেখেছেন বলেই এটি হয়েছে।
একজন অভিনেতা হিসেবে ‘বাহুবলি’ আপনাকে কী দিয়েছে?
রানা দাগুবতি : বাহুবলি আমাকে স্বাধীনভাবে স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং এমন একটি বড় ছবির অংশ হতে দিয়েছে।
শারীরিক ও মানসিকভাবে আপনি জীবনের পাঁচ বছর এ প্রকল্পে দিয়েছেন। এই বছরগুলো কীভাবে বর্ণনা করবেন?
রানা দাগুবতি : প্রতিটি দিন শুধু আনন্দে পরিপূর্ণ ছিল। এ চলচ্চিত্র একটি চমৎকার ছবি নির্মাণ করার চাবিকাঠি। প্রতিটি দিন স্মরণীয় ছিল।
চিত্রনাট্য পড়ার সময় আপনি কি কল্পনা করেছিলেন, এটি এমন একটি তাৎপর্যপূর্ণ ছবি হয়ে উঠবে?
রানা দাগুবতি : এস এস রাজমৌলি স্যার আমাদের কাছে যেভাবে বর্ণনা করেছেন, তা ঠিক সেভাবেই নির্মিত হয়েছে। আমি খুব উত্তেজিত ছিলাম, যখন প্রথমবার বর্ণনা শুনেছি। অবশ্যই এটি আমার কল্পনার চেয়ে বড় কিছু।
আমরা কি আপনাকে বাহুবলির তৃতীয় কিস্তিতেও দেখতে পাব?
রানা দাগুবতি : (হাসি) আচ্ছা, পৃথিবী থেমে থাকবে না। এটি কোথায় নিয়ে যায়, দেখা যাক।