ব্যস্ত সময় পার করছেন মিষ্টি জান্নাত

ইন্দ্রনীল, অঙ্কুশ, পরমব্রত, ওম, সোহম। টালিউডের এই নায়কদের নাম এখন নিয়মিত হয়ে উঠছে ঢালিউডে। একের পর এক কাজ করে চলেছেন তাঁরা। এরই মধ্যে সোহম অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে। মিমের বিপরীতেও একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মিষ্টি জান্নাত কেবল সোহম নয়, ইন্দ্রনীলের বিপরীতেও একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের সজল আহমেদ এবং ভারতের অভিজিৎ সোম। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের ‘হেভেন মাল্টিমিডিয়া’ এবং ভারতের ‘আর কে মুভিজ’। ইন্দ্রনীল এর আগে রেদওয়ান রনির চোরাবালি ছবিতে অভিনয় করেছিলেন।
মিষ্টি জান্নাত বললেন, ‘ছবির গল্পটি গতানুগতিক ধারার বাইরের। ছবিতে আমার নায়ক হিসেবে থাকছেন ইন্দ্রনীল। আশা করছি নতুন এই ছবিটিতে নিজের দক্ষতা আরো মেলে ধরতে পারব। সবসময়ই তো চেষ্টা করছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে। এই ছবিটিতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে।’
অলিম্পিকে স্বর্ণপদক জেতা এক সাঁতারুকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতকারী। এদের পাকড়াও করতে উঠেপড়ে লাগে এক গোয়েন্দা। শুধু এটিই নয়, সাথে একটি খুনের ঘটনাতেও তদন্ত শুরু করে সে। এভাবেই এগিয়ে যাবে ছবিটির গল্প। গোয়েন্দার চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল।
বাংলাদেশের পরিচালক সজল আহমেদ বলেন, ‘৪০ দশকের একটি গল্প নিয়ে এগিয়ে যাবে ছবিটি। এরইমধ্যে নায়ক হিসেবে ইন্দ্রনীল এবং নায়িকা হিসেবে মিষ্টি জান্নাতকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আগস্ট মাসের প্রথম দিকেই শুটিং শুরু করব। ছবিটিতে মোট চারটি গান থাকবে। এর মধ্যে একটি আইটেম গানও থাকছে। গানগুলোর মিউজিক করবেন ভারতের দেবজ্যোতি মিশ্র।’