ইন্দিরার প্রেমে পড়েছি : নিপা

অভিনেত্রী নুসরাত জাহান খান নিপা দীপ্ত টিভিতে প্রচারিত ‘অপরাজিতা’ সিরিয়ালে অভিনয় করে পেয়েছেন পরিচিতি ও দর্শকের ভালোবাসা। সম্প্রতি অভিনয় নিয়ে ভাবনা ও ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিষয়ে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই কি অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল?
নিপা : ছোটবেলা থেকে আমি সংস্কৃতিমনা ছিলাম। তবে ঠিক অভিনেত্রী হতে চেয়েছিলাম কি না, এটা জানি না। নাট্যকলায় পড়তে এসে অভিনয় নেশা হয়ে গিয়েছিল। স্টুডেন্ট থাকা অবস্থাতেও অভিনয়ের অনেক প্রস্তাব এসেছিল কিন্তু তখন নানা কারণে করা হয়নি। পড়াশোনায় আমি বেশি মনোযোগী ছিলাম। ক্লাস ঠিকমতো করতাম। অনার্স শেষ করে টিভি নাটক করতে শুরু করি।
টিভি নাটকে অভিনয় করতে এসে আপনার পড়াশোনা কতটুকু কাজে লাগছে?
নিপা : এখন অভিনয়ের মূল ব্যাকরণ আমার জানা। যদি নাট্যকলায় না পড়তাম তাহলে অভিনয় খুব দ্রুত আয়ত্ত্ব করতে পারতাম না। ২০১৪ সালে শহীদুন নবীর পরিচালনায় ঈদের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেছিলাম আমি। অভিনয় করতে এসে ক্যামেরার ভয় আমার একদম ছিল না। আমার কাছে মনে হয়, একজন অভিনেত্রীর ধৈর্য ও শেখার মানসিকতা থাকা দরকার। চারপাশের প্রকৃতি ও মানুষকে পর্যবেক্ষণ করার ক্ষমতাও থাকতে হবে। আমি একজন নবীন অভিনেত্রী হিসেবে প্রতিনিয়ত এই কাজগুলো করি।
অভিনয়ে আপনার টার্নিং পয়েন্ট কোন নাটক?
নিপা : অবশ্যই অপরাজিতা। নাটকে আমার চরিত্র ইন্দিরার প্রেমে আমি পড়েছি। সারাক্ষণ চরিত্রের মধ্যেই ডুবে থাকি। এই সিরিয়ালে অভিনয়ের আগে গ্রুমিং হয়েছিল। গ্রুমিং হওয়ার সময় নাটকের সবাইকে আমি আপন করে নিয়েছিলাম। এই সিরিয়ালের সবাইকে আমার পরিবারের সদস্য মনে হয়।
আপনার পরিবারের কেউই অভিনয় করেন না। তাঁরা অভিনেত্রী হিসেবে আপনাকে কীভাবে মূল্যায়ন করেন?
নিপা : আমার বাবা-মা শুরু থেকেই আমার নাটক দেখেন। অপরাজিতা সিরিয়াল তো একদম মিস করেন না। আমি বাসায় একদম রান্না-বান্না করি না। সিরিয়ালে শুটিংয়ের প্রয়োজনে যখন আমি রান্না করি তখন মা মাঝেমধ্যে মজা করে আমাকে বলেন, ‘কখনো তো আমাকে রান্না করে খাওয়ালি না!’। এই বিষয়গুলোতে আমি আনন্দ পাই। পরিবারের সাপোর্ট অনেক বড় বিষয়।
অভিনয়ে কাউকে আইডল ভাবেন?
নিপা : না, সেভাবে নয়। তবে বাংলাদেশের জয়া আহসান ও ভারতের বিদ্যা বালানের অভিনয় খুবই আকষর্ণীয় লাগে আমার কাছে। আমি মুগ্ধ তাঁদের অভিনয়শৈলীতে। তাঁরা চরিত্র ভেঙে আর একটা চরিত্রে দ্রুত আসতে পারেন। প্রিয়াংকা চোপড়াকেও তাই মনে হয়। হলিউডের মেরিল স্ট্রিপের অভিনয়ও আমার ভালো লাগে। যাঁদের নাম বললাম তাঁদের কারো ছবি আমি কিন্তু মিস করি না।
এর মানে আপনি চরিত্র নির্ভর অভিনেত্রী হতে চান?
নিপা : একদম তাই। আমার ধারণা ভালো মানুষ হলে ভালো অভিনেত্রী হওয়ার ধাপ অনেকখানি এগিয়ে যায়। তাই আমি আগে ভালো মানুষ এবং পরে ভালো একজন অভিনেত্রী হতে চাই। এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাই যা মানুষ আজীবন মনে রাখবে।
চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে আছে?
নিপা : আছে, তবে বাণিজ্যিক ঘরানার ছবি নয়। আর্ট ফিল্মে অভিনয় করার ইচ্ছে আছে। যে চরিত্রে অভিনয় করার সুযোগ থাকবে। আমি আসলে আমার কাজের পরিধি বাড়ানোর স্বপ্ন দেখি, সেটা হোক নাটকে কিংবা চলচ্চিত্রে।