ঈদের আগে শেষ আইটেম গানে বিপাশা

লাল-নীল আলো। চলছে বিপাশা কবিরের আইটেম গানের শুটিং। আজ দুপুরের পর এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে গিয়ে দেখা গেল, রঙিন আলোর ঝলকানিতে চলছে বিপাশার শুটিং। ‘লাভ ম্যারেজ’ ছবিতে দেখা যাবে এই আইটেম গানটি। গানের সম্পাদনার কাজ সম্পন্ন হলেই শেষ হবে ‘লাভ ম্যারেজ’ ছবির কাজ। আগামী বৃহস্পতিবারই ছবিটি জমা দেওয়া হবে সেন্সর বোর্ডে। এরপর চালানো হবে প্রচারণা। কারণ আসছে ঈদেই মুক্তি দেওয়া হবে ছবিটি।
ছবিটি সম্পর্কে চিত্রনায়িকা বিপাশা কবির বলেন, ‘ঈদের আনন্দটা আরো একটু বাড়িয়ে দিতেই আমি এই আইটেম গানে কাজ করেছি। আপাতত আর কোনো ছবিতে আইটেম গানে আমি কাজ করব না। এটা দর্শকদের জন্য আমার ঈদের উপহার। তবে আমি যে ছবিগুলোতে কাজ করছি সেই ছবিগুলোর গল্পের প্রয়োজনে আইটেম গানে কাজ করব।’
বিপাশা কবির মিডিয়ায় আসেন ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। সেখানে তিনি ১৪তম স্থান অধিকার করেন। মডেলিং এবং নাটকে অভিনয়ে নিয়মিত হলেও ভালো গল্পের ভালো চলচ্চিত্রে সব সময়ই আগ্রহী ছিলেন বিপাশা কবির। শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গানে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।